প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করে সন্ত্রাসবাদ প্রতিরোধ করার সিদ্ধান্ত আসিয়ানের
  2017-10-24 18:43:30  cri
অক্টোবর ২৪: আসিয়ানের দশ সদস্য দেশের প্রতিরক্ষামন্ত্রীরা গতকাল (সোমবার) ফিলিপাইনে এক যৌথ বিবৃতিতে দুই বা তিন বছরের পরিবর্তে এই সম্মেলন প্রতি বছর অনুষ্ঠানের কথা ঘোষণা করেন। এর মাধ্যমে আসিয়ান ও সংলাপে অংশ নেওয়া দেশগুলোর মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করার আশাবাদ ব্যক্ত করা হয়।

প্রতিরক্ষামন্ত্রীরা বিবৃতিতে সম্প্রতি বিশ্বের বিভিন্ন দেশ বিশেষ করে আসিয়ানে সহিংস চরমপন্থী ঘটনা ও সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেন। আসিয়ানের বিভিন্ন সদস্য দেশ দক্ষিণ চীন সাগরে শান্তি ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব আরোপ করে। ঘোষণায় বলা হয়, সংশ্লিষ্ট পক্ষের উচিত কার্যকরভাবে 'দক্ষিণ চীন সাগরের বিভিন্ন পক্ষের কার্যক্রম ঘোষণা' মেনে চলা।

উল্লেখ্য, একাদশ আসিয়ান প্রতিরক্ষামন্ত্রীর সম্মেলন ও তাদের চতুর্থ বর্ধিত সম্মেলন গতকাল ও আজ (মঙ্গলবার) ফিলিপাইনে আয়োজিত হয়। আসিয়ানের দশ সদস্য দেশ এবং অস্ট্রেলিয়া, চীন, ভারত, জাপান, নিউজিল্যান্ড, রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রসহ আট সংলাপ দেশ এবারের সম্মেলনে অংশ নেয়।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040