সম্মেলনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং অষ্টাদশ কেন্দ্রীয় কমিশনের পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করেন। এই প্রতিবেদন সিপিসির নেতৃত্বে সমগ্র চীনের বিভিন্ন জাতির জনগণ নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র বজায় রাখার রাজনৈতিক ঘোষণা ও কর্ম পরিকল্পনা।
সম্মেলনে সিপিসি'র গঠনতন্ত্রে সি চিন পিংয়ের "নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রিক তত্ত্ব, মার্কসবাদ-লেনিনবাদ, মাও সে তুং চিন্তাধারা, দেং সিয়াও পিং তত্ত্ব ও 'তিনটি প্রতিনিধি' গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং বৈজ্ঞানিক উন্নয়ন" ধারণার মত সিপিসি'র কর্ম নির্দেশিকা হিসেবে যুক্ত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
চলতি বছর সিপিসি প্রতিষ্ঠার ৯৬তম বার্ষিকী। আগামী বছর উদযাপিত হবে চীনের সংস্কার ও উন্মুক্তকরণের ৪০তম বার্ষিকী। প্রেসিডেন্ট সি সম্মেলনের সমাপনী ভাষণে সিপিসি'র সকল সদস্যকে নতুন নেতৃত্বের অধীনে ইতিহাসের আরো বেশি সাফল্য সৃষ্টি করার উত্সাহ দেন।
(ছাই/মহসীন)