সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস আয়োজন উপলক্ষ্যে আন্তর্জাতিক সমাজের অভিনন্দন
  2017-10-24 15:30:46  cri
অক্টোবর ২৪: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস আয়োজন উপলক্ষ্যে আলাদা আলাদাভাবে অভিনন্দনবার্তা পাঠিয়েছে বিশ্বের বিভিন্ন দেশের নেতৃবৃন্দ, রাজনৈতিক দলের প্রতিনিধি ও প্রতিষ্ঠান ।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তাঁর চিঠিতে বলেন, সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের কর্ম-প্রতিবেদনে শুধু চীনা জনগণের চীনা জাতির মহান পুনরুত্থান ও বিশ্বের শীর্ষস্থানে এগিয়ে যাওয়ার আশাবাদ প্রকাশ করা হয়েছে, তা নয়, বরং মানবজাতির অভিন্ন কল্যাণের কথা বলা হয়েছে। সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সফল আয়োজন চীনের ভবিষ্যতের উন্নয়ন ও নির্মাণের নির্দেশনা দিয়েছে।

মাদাগাস্কারের প্রেসিডেন্ট হেরি রাজাওনারিমাম্পিয়ানিনা বলেন, চীন বিশ্বে ব্যাপকভাবে স্বীকৃত শান্তিরক্ষাকারীর অন্যতম।দেশটি সক্রিয়ভাবে বিশ্বায়ন ও অবাধ বাণিজ্যের উন্নয়ন এবং দায়িত্বশীল অবস্থান নিয়ে জলবায়ু পরিবর্তন সমস্যা মোকাবিলা করে। সিপিসি'র দূরদর্শিতা দেশের উন্নয়ন ও অর্থনীতির প্রবৃদ্ধিতে নেতৃত্বে দেবে বলে বিশ্বাস করেন তিনি।

মালদ্বীপের প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন তাঁর চিঠিতে বলেন, চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে সিপিসি ও গণপ্রজাতন্ত্রী চীন অব্যাহতভাবে নতুন অগ্রগতি অর্জন করবে এবং বৈশ্বিক সহযোগিতা ও অভিন্ন উন্নয়নে আরো বেশি সুযোগ বয়ে আনবে।(সুবর্ণা/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040