চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন।
উল্লেখ্য, সম্মেলনে ঊনবিংশ কেন্দ্রীয় কমিশনের ২০৪ জন সদস্য ও ১৭২ জন বিকল্প সদস্য এবং কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের ১৩৩ জন সদস্য নির্বাচিত হয়।
এরপর সম্মেলনে সিপিসি'র সংবিধানে সি চিন পিংয়ের "নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রিক তত্ত্ব, মার্কসবাদ-লেনিনবাদ, মাও সে তুং চিন্তাধারা, দেং সিয়াও পিং তত্ত্ব ও 'তিনটি প্রতিনিধি' গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং বৈজ্ঞানিক উন্নয়ন" ধারণার মত সিপিসি'র কর্ম নির্দেশিকা হিসেবে নির্ধারিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।
(ছাই/মহসীন)