সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সম্মেলন সমাপ্ত
  2017-10-24 15:30:06  cri
অক্টোবর ২৪: নতুন কেন্দ্রীয় কমিশন ও কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের নির্বাচন, অষ্টাদশ কেন্দ্রীয় কমিশনের প্রতিবেদনের ধারা গ্রহণ, কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের প্রতিবেদনের ধারা গ্রহণ এবং 'চীনা কমিউনিস্ট পার্টির সংবিধান সংশোধনের খসড়া' গৃহীত হওয়ার মাধ্যমে চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সম্মেলন আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ে মহা গণভবনে সমাপ্ত হয়েছে।

চীনা প্রেসিডেন্ট সি চিন পিং সম্মেলনের সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন।

উল্লেখ্য, সম্মেলনে ঊনবিংশ কেন্দ্রীয় কমিশনের ২০৪ জন সদস্য ও ১৭২ জন বিকল্প সদস্য এবং কেন্দ্রীয় শৃঙ্খলা পরিদর্শন কমিশনের ১৩৩ জন সদস্য নির্বাচিত হয়।

এরপর সম্মেলনে সিপিসি'র সংবিধানে সি চিন পিংয়ের "নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রিক তত্ত্ব, মার্কসবাদ-লেনিনবাদ, মাও সে তুং চিন্তাধারা, দেং সিয়াও পিং তত্ত্ব ও 'তিনটি প্রতিনিধি' গুরুত্বপূর্ণ তত্ত্ব এবং বৈজ্ঞানিক উন্নয়ন" ধারণার মত সিপিসি'র কর্ম নির্দেশিকা হিসেবে নির্ধারিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।

(ছাই/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040