কাবুলে আফগান প্রেসিডেন্ট ও সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
  2017-10-24 15:26:09  cri
অক্টোবর ২৪: আফগানিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আশরাফ ঘানি ও সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন গতকাল (সোমবার) কাবুলে এক বৈঠকে মিলিত হন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথগ্রহণের পর এটা টিলারসনের প্রথম আফগান সফর।

এদিন আফগানিস্তানে নিযুক্ত মার্কিন দূতাবাসের বিবৃতি থেকে জানা গেছে, দক্ষিণ এশিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন কৌশল থেকে বোঝা যায়, সন্ত্রাসবাদের হুমকি মোকাবিলা ও আফগানিস্তানের শান্তির বাস্তবায়নে আফগান সরকার ও এতদাঞ্চলের দেশগুলোর সাথে যৌথ প্রচেষ্টা চালাতে ইচ্ছুক মার্কিন সরকার।

বিবৃতিতে বলা হয়েছে, বৈঠকে সরকারের সংস্কার জোরদার করে রাষ্ট্রীয় নিরাপত্তা ও আফগান জনগণের স্বার্থ রক্ষা করা হবে বলে উল্লেখ করেন ঘানি।

উল্লেখ্য, ২১ অগাস্ট আফগানিস্তান নিয়ে নতুন কৌশল প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন নতুন কৌশল নিয়ে মতৈক্যে পৌঁছায় নি আফগানিস্তান। দেশটির সাবেক প্রেসিডেন্ট হামিদ কারজাই ১২ অক্টোবর প্রকাশ্যে নতুন কৌশলের সমালোচনা করেন। মার্কিন ওই কৌশল যুদ্ধের প্রতি মনোযোগ দিয়েছে এবং এতে কোনো শান্তির ইঙ্গিত নেই বলে মনে করেন তিনি। কারজাই অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ভুল পদ্ধতিতে সন্ত্রাসবাদ দমন করে, যা চরমপন্থী আইএসের ব্যাপক উন্নয়ন ও বহু বেসামরিক নাগরিক হতাহত হওয়ার জন্য দায়ী। (সুবর্ণা/টুটুল/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040