চীনা টিভি সিরিজ প্রথমবারের মত পাকিস্তানে প্রচারিত হবে
  2017-10-24 13:54:36  cri
সুপ্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতার থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান 'সাহিত্য ও সংস্কৃতি'। আর এ অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছি আমি আপনাদের বন্ধু ওয়াং ছুই ইয়াং জিনিয়া।

প্রথমে শুনবেন চীন প্রথমবারের মতো ইউগা মাস্টার্স ডিগ্রিতে শিক্ষার্থী তালিকাভুক্তি করবে শিরোনামে একটিই সাংস্কৃতিক খবর।

অক্টোবর মাসের প্রথম দিকে ইয়ুননান মিনচু বিশ্ববিদ্যালয় জানায়, চীন প্রথমবারের মতো ইউগা বিষয়ে মাস্টার্স ডিগ্রিতে শিক্ষার্থী তালিকাভুক্তি শুরু করবে। ১০ অক্টোবর এই তালিকভুক্তি শুরু হয়।

চীন-ভারত ইউগা ইন্সিটিটিউটের সংশ্লিষ্ট দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, ইউগা মাস্টার্স কোর্সের শিক্ষার্থীরা ৩ বছরের লেখাপড়ায় দু'বছর চীনে এবং এক বছর ভারতে পড়াশোনা করবে। একজন শিক্ষার্থী যথেষ্ট নম্বর পেলে দু'দেশের দু'টো সনদ পাবে।

ভারতে অধ্যয়রত চীনা ছাত্রছাত্রীদের ভিত্তি দৃঢ় করার জন্য ইন্সটিটিউট হিন্দি, সংস্কৃত ভাষা ও ভারতীয় সংস্কৃতিসহ বিভিন্ন কোর্স শুরু করবে।

বন্ধুরা, চীন প্রথমবারের মতো ইউগা মাস্টার্স ডিগ্রিতে শিক্ষার্থী তালিকাভুক্তি করবে শিরোনামে সাংস্কৃতিক খবরটি এখানে শেষ। এবার শুনুন 'এক অঞ্চল, এক পথ—সুন্দর ছিং দাও' ছবি প্রদর্শনী চলতি বছরের ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বই মেলায় আনুষ্ঠানিকভাবে শুরু শিরোনামে একটি সাংস্কৃতিক প্রবন্ধ।

ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বই মেলা ১৪ অক্টোবর শুরু হয়েছে। এ'দিন চীনা কমিউনিস্ট পার্টির ছিং দাও পৌর কমিটির উদ্যোগে চীনা বই ট্রেড কোম্পানি লিমিটেডের যৌথ আয়োজনে 'এক অঞ্চল, এক পথ—সুন্দর ছিং দাও' ছবি প্রদর্শনী ফ্রাংকফুর্ট প্রদর্শনী কেন্দ্রে অনুষ্ঠিত হয়।

ফ্রাংকফুর্ট আন্তর্জাতিক বই মেলা বিশ্বের গ্রন্থ শিল্পের বৃহত্তম আয়োজন।'বিশ্বের সাংস্কৃতিক দিক নির্দেশক' বলা হয় এই বইমেলাকে। ছবি প্রদর্শনীতে ছিং দাও শহরের সৌন্দর্য উপভোগ করতে পারছেন দর্শকরা। প্রতিটি ছবি 'এক অঞ্চল, এক পথ' উদ্যোগে চীন-জার্মানী মৈত্রীর গল্প দেখিয়েছে।

চীনের কমিউনিস্ট পার্টির ছিং দাও পৌর কমিটির প্রচার বিভাগের স্থায়ী উপ-মন্ত্রী ওয়াং উয়েই দা ফ্রাংকফুর্ট বইমেলার সংগঠন কমিটির প্রেসিডেন্ট জুজেন বোসকে ছিং দাও শহরের চিত্র অ্যালবাম 'ছিং জি দাও' দিয়েছেন। তাছাড়া, উপ-মন্ত্রী ওয়াং অতিথিদের কাছে তাঁর শহরের ইতিহাস এবং সংস্কার ও উন্মুক্তকরণ নীতিতে শহরের সাফল্য তুলে ধরেছেন।

জানা গেছে, এ'দিন অনুষ্ঠানে ছিং দাও প্রকাশনা গ্রুপ এবং জার্মানির 'কেউলিয়ার' প্রকাশনা হাউসের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে চীন-জার্মান দ্বিপাক্ষিক সাংস্কৃতিক সহযোগিতা আরো এগিয়ে যাবে।

বন্ধুরা 'এক অঞ্চল, এক পথ—সুন্দর ছিং দাও' ছবি প্রদর্শনী সম্পর্কিত খবরটি এখানে শেষ।

এখন শুনুন 'চীনা টিভি সিরিজ প্রথমবারের মত পাকিস্তানে প্রচারিত হবে' শিরোনামে একটি সাংস্কৃতিক প্রবন্ধ।

চীন আন্তর্জাতিক বেতারের উর্দু বিভাগ অনুদিত চীনা টিভি সিরিজ 'বেইজিং যুবক' নভেম্বরের প্রথম সপ্তাহে পাকিস্তানের জাতীয় টেলিভিশনে প্রচারিত হবে। এটি হবে পাকিস্তানে প্রথমবারের মত চীনা টিভি সিরিজ প্রচারের ঘটনা।

(টিভি সিরিজের একটি ছোট পর্ব)

আপনারা শুনেলেন টিভি সিরিজ 'বেইজিং যুবক'র একটি পর্ব। এতে প্রধান অভিনেতা হে তুং তার বাবা মা'র সঙ্গে উর্দু ভাষা নিয়ে বিবাদ করছে।

সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতার এবং পাকিস্তানের জাতীয় টেলিভিশনের মধ্যে রাজধানী ইসলামাবাদে এক সম্প্রচার সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে সিআরআই অনুবাদিত উর্দু ভাষায় টিভি সিরিজ 'বেইজিং যুবক' নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে পাকিস্তানের জাতীয় টেলিভিশনের সন্ধ্যায় প্রধান সময়ে প্রচার করা হবে। পাকিস্তানে চীনা দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জাও লি চিয়েন বলেছেন, চীনা সিরিজ প্রথমবারের মত পাকিস্তানে প্রচারিত হচ্ছে। এর গুরুত্বপূর্ণ তাত্পর্য আছে।

তিনি বলেন,

টিভি সিরিজ 'বেইজিং যুবক'

"পাকিস্তানে চীনা দূতাবাসের পক্ষ থেকে সিআরআই'র উর্দু বিভাগকে আন্তরিক অভিনন্দন জানাই। প্রথমবারের মত পাকিস্তানে প্রচার হচ্ছে চীনা সিরিজ 'বেইজিং যুবক'। তা দু'দেশের জনগণের বন্ধুত্বপূর্ণ বিনিময় গভীর করতে সহায়ক হবে।"

আসলে 'বেইজিং যুবক' সিরিজটি পাকিস্তানের স্বাধীনতার ৭০তম বার্ষিকীতে চীনের একটি উপহার। পাক জাতীয় টেলিভিশনের অনুষ্ঠান বিভাগের ডেপুটি ডিরেক্টর জুলফিকার আহমেদ এ টিভি সিরিজ অনুবাদে উচ্চ মানের স্বীকৃতি দেন। তিনি বলেন,

"সিআরআই'র উর্দু বিভাগ এ সিরিজটি সুন্দরভাবে অনুবাদ করেছে। আশা করি পাক জনগণ 'বেইজিং যুবক' পছন্দ করবে।"

'এক অঞ্চল, এক পথ' উদ্যোগ এবং 'চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরের প্রেক্ষাপটে সিআরআই'র উর্দু বিভাগ ইতিবাচকভাবে চীনের বেতার, চলচ্চিত্র ও টেলিভিশন প্রশাসনের 'ভিডিও ব্রিজ' প্রকল্পে অংশ নেয়। চলতি অক্টোবর নাগাদ টিভি সিরিজ 'বেইজিং যুবক', চলচ্চিত্র 'সত্যি ভালবাসা', প্রামান্য চলচ্চিত্র 'চীনামাটির পথ' এবং কার্টুন ছবি 'অন্বেষক ছোট গাড়ী পি' সহ ধারাবাহিক চলচ্চিত্র ও টেলিভিশন কর্ম অনুবাদ ও তৈরি করেছে উর্দু বিভাগ। ইসলামাবাদে সিআরআই'র অনুষ্ঠান নির্মাণ অফিসের মহা তত্ত্বাবধায়ক ছেন সিয়াং পরিচিতি পর্বে বলেন, "সিআরআই'র উর্দু বিভাগ অনুবাদ কাজ শেষের পর টিভি সিরিজগুলো পাকিস্তানের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ দলের হাতে দিয়েছে। যাতে পাক বন্ধুরা টিভি সিরিজ উপভোগ করার সঙ্গে সঙ্গে সাদরে গ্রহণ করে"

ইসলামাবাদে সিআরআই'র অনুষ্ঠান নির্মাণ অফিসের মহা তত্ত্বাবধায়ক ছেন সিয়াং

বন্ধুরা, এবারে শুনুন সাংস্কৃতিক খবর 'বেইজিং সাহিত্যিক শীর্ষ ফোরাম অনুষ্ঠিত'।

দ্বিতীয় বেইজিং সাহিত্যিক শীর্ষ ফোরাম ১৩ অক্টোবর বেইজিংয়ে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বিখ্যাত লেখক-লেখিকা ও সাহিত্যিক ভাষ্যকার মিলিয়ে বেইজিং সাহিত্যিক উন্নয়ন ও সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ সম্পর্কে গভীর আলোচনা করেছেন।

ফোরামে চীনা সমসাময়িক সাহিত্য গবেষণা সমিতির পরিচালক বাই ইয়ে গত প্রায় ৫'শ বছরে বেইজিংয়ের সাহ্যিতিক সাফল্য ফিরে তাকিয়েছেন। তিনি বলেন, বেইজিং সাহিত্যিক মহলে উপন্যাসের দ্রুত উন্নয়ন ঘটছে। অনেক সাহিত্যকর্ম পাঠকদের মনে গভীর ছাপ ফেলেছে এবং দেশে-বিদেশে গুরুত্বপূর্ণ পুরস্কার লাভ করেছে। যেমন লেখক ছাও ওয়েন সুয়ান আন্তর্জাতিক এন্ডারসেন পুরস্কার পেয়েছেন, হাও জিং ফাং হুগো পুরস্কার পেয়েছেন।

বেইজিং হচ্ছে চীনের সাংস্কৃতিক কেন্দ্র। সংস্কৃতি নির্মাণের নতুন উন্নয়ন সুযোগও শহরটির সামনে। সেজন্য বেইজিং এর লেখক-লেখিকাদের উচিত আরো দায়িত্ব পালন করে আরো মূল্যবান সাহিত্য কর্ম সৃষ্টি করা।

বন্ধুরা, বিশ্বের সাংস্কৃতিক পর্ব এখানে শেষ। এখন শুনুন আমার সহকর্মী মহসীনের উপস্থাপনায় দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পর্ব।

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠান আপনাদের কেমন লাগলো? আপনারা যদি 'সাহিত্য ও সংস্কৃতি' বিষয়ক কোনো কিছু জানতে বা আলোচনা করতে চান, তাহলে আমাকে চিঠি লিখবেন বা ই-মেইল করবেন। আপনাদের কাছ থেকে চমত্কার পরামর্শ আশা করছি। আর আপনাদের জানিয়ে রাখি, আমার ইমেইল ঠিকানা হলো, hawaiicoffee@163.com

চিঠিতে প্রথমে লিখবেন, 'সাহিত্য ও সংস্কৃতি' অনুষ্ঠানের 'প্রস্তাব বা মতামত'। আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অনেক ধন্যবাদ। আগামী সপ্তাহে একই দিন, একই সময় আপনাদের সঙ্গে আবারো কথা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। চাইচিয়ান। (জিনিয়া/মহসীন/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040