প্রথম বারের মতো বিদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী
  2017-10-24 12:52:30  cri

অক্টোবর ২৪: 'চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী ২০১৭' আগামী ২-৫ নভেম্বর নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত হবে। প্রথম বারের মতো এবার এ মেলা বিদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনী সচিবালয়ের উদ্যোগে, ইউননান আন্তর্জাতিক প্রদর্শনী ব্যুরো ও চীন-নেপাল অর্থনৈতিক ও বাণিজ্য সমিতি যৌথভাবে এ প্রদর্শনী আয়োজন করছে।

প্রদর্শনী ভবনের আয়তন হবে ৩৩০০ বর্গমিটার এবং এতে স্টল থাকবে ১৫০টি। জ্বালানি বিনিয়োগ, খনিজ উন্নয়ন, পর্যটন ও কারু শিল্পসহ ১০০ জনেরও বেশি চীনা ব্যবসায়ী এ প্রদর্শনীতে অংশ নেবেন।

বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, পাকিস্তান ও মিয়ানমারের শিল্পপ্রতিষ্ঠানও এ প্রদর্শনীতে অংশ নেবে। (শিশির/টুটুল/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040