চীনের ফু চিয়ান প্রাদেশিক পরিবেশ সংরক্ষণ বিভাগের মহাপরিচালক চু হুয়া, হ্য পেই প্রাদেশিক পরিবেশ সংরক্ষণ বিভাগের মহাপরিচালক কাও চিয়ান মিং, লিয়াও নিং প্রদেশের বৈজ্ঞানিক গবেষণালয়ের মহাপরিচালক চাং লি হুয়া, হু নান প্রদেশের চাং চিয়া চিয়ে পরিবেশ সংরক্ষণ বিভাগের কর্মকর্তা হুয়াং বিন এবং চিয়াং সু প্রদেশের পরিবেশ তত্ত্বাবধান কেন্দ্রের উপমহাপরিচালক হু কুয়ান চিউ অতিথি হিসেবে দেশি-বিদেশি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।
কিভাবে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের কার্যক্রম ভালো করা যায়?
চু হুয়াং বলেন, প্রথমত, সবুজ উন্নয়নে অবিচল থাকা। দ্বিতীয়ত, সবুজ উন্নয়নের মাধ্যমে প্রকৃতি থেকে জনগণের আরও কল্যাণ সৃষ্টি করা। তৃতীয়ত, সবুজ পরিবেশের নির্দেশনায় পরিবেশ সংরক্ষণের দায়িত্বশীল ব্যবস্থা গড়ে তোলা। চতুর্থত, সবুজ নব্যতাপ্রবর্তনে অবিচল থাকা।
ঘনকুয়াশা মোকাবিলা প্রসঙ্গে কাও চিয়ান মিন বলেন, সাম্প্রতিক বছরগুলোতে হ্য পেই প্রদেশ বৈজ্ঞানিক, সমন্বিত ও শক্তিশালীভাবে ঘনকুয়াশা সমস্যা সমাধানে প্রতিজ্ঞাবদ্ধ। বর্তমানে প্রদেশটির আবহাওয়ার মান দিন দিন উন্নীত হচ্ছে।
পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত শিক্ষা প্রসঙ্গে চাং লি হুয়া বলেন, পরিবেশ সংরক্ষণ সবার দায়িত্ব। পুরো সমাজের যৌথভাবে অংশগ্রহণ করা উচিত। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত প্রচার জোরদার করতে হবে, যাতে সবুজ প্রকৃতির তত্ত্ব প্রতিটি জায়গায় প্রচারিত হয়। (রুবি/টুটুল/স্বর্ণা)