রাশিয়ার বিজ্ঞান একাডেমির দূরপ্রাচ্য গবেষণালয়ের পরিচালক লু চিয়া নিং মনে করেন, উদ্ভাবনী অর্থনীতির উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতায় চীনের সাফল্য লাভ করার কারণ হল চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র বজায় রাখা। সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সম্মেলনে প্রকাশিত কৌশল ও পরিকল্পনা অন্যান্য দেশকে এই অভিজ্ঞতা দিবে।
জিম্বাবুয়ের ক্ষমতাসীন দল আফ্রিকান ন্যাশনাল ইউনিয়ন- দেশপ্রেমিক ফ্রন্টের (জানু পিএফ) কেন্দ্রীয় রাজনৈতিক ব্যুরোর সদস্য ও জিম্বাবুয়ের গণমাধ্যম, তথ্য ও প্রচার মন্ত্রী সায়মন খায়া মোইয়ো বলেন, বিশ্বের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে সিপিসি দুর্নীতি দমনের ক্ষেত্রে বেশি সাফল্য লাভ করেছে। দুর্নীতি দমন কাজ খুবই কঠিন। আমাদের উচিত চীনের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা।
অস্ট্রেলিয়ার দ্যা ইউনিভার্সিটি অব নিউ সাইথ ওয়েলেস'র সহকারী প্রধান লাউরিয়ে পিয়ারসে মনে করেন, চীনের শক্তি বিশ্বায়ন উন্নয়নের প্রক্রিয়ায় সহায়ক হবে।
ফরাসী কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক লিডিয়া সামার্বাখশ মনে করেন, সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনে বিশ্বায়ন প্রক্রিয়া ত্বরান্বিত ও মতভেদ দূর করার প্রস্তাব করা হয়েছে। আসলে, কেবল রাজনৈতিক মতভেদ দূর করলেই মানবজাতির স্বাস্থ্য, শিক্ষা, পরিবহন ও গৃহায়নের বিভিন্ন মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব।
স্থায়ী শান্তি, সাধারণ নিরাপত্তা, অভিন্ন সমৃদ্ধি, উন্মুক্ত এবং সমন্বিত, পরিচ্ছন্ন ও সুন্দর বিশ্ব গড়ে তোলার জন্য সিপিসির এবারের সম্মেলনে বৈদেশিক নীতি, প্রতিরক্ষা নীতি, অর্থনৈতিক সহযোগিতা ও 'এক অঞ্চল, এক পথ' আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে ধারাবাহিক প্রস্তাব ও প্রত্যাশা উপস্থাপন করা হয়েছে।
((ছাই/মহসীন)