অক্টোবর ২৩: সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি, চীনের প্রতিরক্ষা ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়াং ফেই স্যুয়ে গতকাল (রোববার) বেইজিংয়ে বলেন, বেইতৌ উপগ্রহ ব্যবস্থা এখন ব্যাপকভাবে বিভিন্ন শিল্পে প্রয়োগ করা হয় এবং কোটি কোটি মোবাইল ফোনে ব্যবহৃত হয়।
গত শতাব্দীর নবই দশকে বেইতৌ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। বেইতৌ এক, দুই ও তিন নম্বর ব্যবস্থার নির্মাণে অংশ নেন অধ্যাপক ওয়াং। এ সম্পর্কে তিনি বলেন, বহু বছর ধরে আমরা গাড়ি চালানোর সময় উপগ্রহের নেভিগেশনের সাহায্য নিচ্ছি। সাম্প্রতিক বছরগুলোতে নতুন প্রযুক্তিতে যেমন মোবাইলের মাধ্যমে ইন্টারনেটে অনলাইন শপিং, এক্সপ্রেস, অনলাইনে খাবার ও গাড়ি অর্ডার করা এবং ইকো গাড়ির বিভিন্ন ব্যাপারে উপগ্রহের নেভিগেশনের নির্দিষ্ট অবস্থান ও সময়ের ওপর নির্ভর করতে হয়। তাই বলা যায়, উপগ্রহ নেভিগেশন, মোবাইল যোগাযোগ ও ইন্টারনেট যৌথভাবে আমাদের তথ্যায়ন সমাজের গুরুত্বপূর্ণ ভিত্তি ও ব্যবস্থাপনায় পরিণত হয়েছে। বর্তমানে বেইতৌ ব্যবস্থা কোটি কোটি মোবাইল ফোনে ব্যবহৃত হয়, এতে আমি অনেক গর্বিত। (সুবর্ণা/টুটুল/শিশির)