ফিলিপিন্সের 'ম্যানিলা স্ট্যান্ডার্ড' পত্রিকার খবরে বলা হয়েছে, সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের উত্থাপিত গুরুত্বপূর্ণ চিন্তাধারা চীনকে একটি মহান ও আধুনিক সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ তত্ত্বের ভিত্তি স্থাপন করেছে।
ইন্দোনেশিয়ার এশিয়া নব্যতাপ্রবর্তন গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান বাম্বাং সুর্য়োনোর মধ্যে চীনা প্রেসিডেন্ট সি'র উত্থাপিত নতুন যুগের চিন্তাধারা গভীর ছাপ ফেলে। তিনি বলেন, নতুন যুগে চীন নতুন ঐতিহ্যিক উন্নয়নের পর্বে প্রবেশের প্রতীক, নতুন ঐতিহ্যিক শুরুতে দাঁড়িয়ে নতুন উন্নয়নের তত্ত্ব ও চিন্তাধারার নেতৃত্ব প্রয়োজন।
রুশ ফেডারেল কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান গেন্নাদি ইউগানোভ বলেন, পার্টির তত্ত্ব উন্নয়নের ওপর গুরুত্ব দেয় সিপিসি। নতুন তত্ত্ব ও চিন্তাধারা দিয়ে রাষ্ট্র প্রশাসন করে চীনে অতুলনীয় সাফল্য বাস্তবায়িত হয়েছে। রাজনীতি, অর্থনীতি ও প্রতিরক্ষা খাতে অব্যাহতভাবে উন্নীত হচ্ছে। গত ৫ বছরের উজ্জ্বল সাফল্য থেকে প্রমাণিত হয়েছে যে, তত্ত্বের নব্যতাপ্রবর্তন সাফল্যের শক্তিশালী নিশ্চয়তা। (সুবর্ণা/টুটুল/শিশির)