চীনের বৈশিষ্ট্যময় বাহিনী শক্তিশালী করার পথ নিয়ে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্রের সাক্ষাত্কার আয়োজন
  2017-10-23 11:22:41  cri
অক্টোবর ২৩: চীনের বৈশিষ্ট্যময় বাহিনী শক্তিশালী করার পথ নিয়ে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের তথ্য কেন্দ্র দেশি-বিদেশি সংবাদদাতাদের সাক্ষাত্কার আয়োজন করে।

সিপিসি'র কেন্দ্রীয় সামরিক কমিটির আন্তর্জাতিক সামরিক সহযোগিতা কার্যালয়ের স্টাফ অফিসার লিউ ফাং, বাহিনীর ৭৪তম গ্রুপ সেনাবাহিনীর সেনা ওয়াং রুই, বিমান বাহিনীর কর্মকর্তা লিউ রুই, প্রতিরক্ষামূলক বিজ্ঞান-প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রনিক একাডেমির অধ্যাপক ওয়াং ফেই সুয়ে অতিথি হিসেবে দেশি-বিদেশি-সংবাদদাতাদের প্রশ্নের উত্তর দেন।

সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিবেদনে 'বাহিনী শক্তিশালী করার মাধ্যমে নতুন অধ্যায় সৃষ্টি' নিয়ে মন্তব্য কি, সাংবাদিকের এ প্রশ্নের উত্তরে ওয়াং রুই বলেন, গত ৫ বছরে চীনে বিভিন্ন ক্ষেত্রে দ্রুত উন্নয়ন সাধিত হয়েছে। বাহিনীও অসাধারণ পরিবর্তন ঘটিয়েছে। তিন ক্ষেত্রে এ পরিবর্তনের কথা প্রতিফলিত হয়। এক: তৃণমূল সেনা ও বাহিনীর কর্মকর্তাদের প্রতি সাধারণ সম্পাদক সি চিন পিং'র সমর্থন দিন দিন বাড়ছে। দুই: প্রতিরক্ষা ও বাহিনীর সংস্কারে ঐতিহাসিক উন্নতি অর্জিত হয়েছে। তিন: যুদ্ধদক্ষতা উন্নয়ন বাহিনীর একমাত্র লক্ষ্য হিসেবে অবিচল রয়েছে।

বিজ্ঞান-প্রযুক্তির কৌশলে বাহিনী শক্তিশালী করার বিষয়ে ওয়াং ফেই সুয়ে বলেন, প্রতিরক্ষামূলক বিজ্ঞান-প্রযুক্তিতে কর্মরত সবাই দৃঢ় বিশ্বাসী। সবাই জানেন যে, কর্তব্য কঠিন, অব্যাহত প্রচেষ্টা চালাতে হবে।

আন্তর্জাতিক বিষয়ে চীনা বাহিনীর অংশগ্রহণ নিয়ে লিউ ফাং বলেন, সাম্প্রতিক বছরগুলোতে আন্তর্জাতিক মঞ্চে চীনা বাহিনীর অবস্থান বেশ দেখা যায়। বিদেশে বহুল সামরিক অভিযানে চীনা বাহিনী ইতিবাচক অংশগ্রহণ করেছে। জাতিসংঘ শান্তি রক্ষা অভিযানে চীন সংস্থাটির পাঁচটি স্থায়ী সদস্যের মধ্যে সবচেয়ে বেশি শান্তিরক্ষী সেনা পাঠিয়েছে এবং সবচেয়ে বেশি আর্থিক সহায়তাকারীর অন্যতম। (রুবি/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040