সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পঞ্চম সাংবাদিক সম্মেলনে জনগণের জীবিকার উন্নয়ন ও নিশ্চিত করা নিয়ে উত্তর
  2017-10-23 11:17:22  cri
অক্টোবর ২৩: সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পঞ্চম সাংবাদিক সম্মেলন গতকাল (রোববার) সকালে বেইজিংয়ে অনুষ্ঠিত হয়।

ঊনবিংশ জাতীয় কংগ্রেসের মুখপাত্র কুও ওয়ে মিং, চীনের শিক্ষামন্ত্রী ছেন পাও শেং, বেসামরিকবিষয়ক মন্ত্রী হুয়াং শু সিয়ান, জনশক্তি ও সামাজিক নিশ্চয়তাবিষয়ক মন্ত্রী ইন ওয়েই মিং, গৃহ, শহর ও গ্রাম নির্মাণবিষয়ক মন্ত্রী ওয়াং মেং হুই 'জনগণের প্রত্যাশা মেটানো, জীবিকার বিন্যাস ও উন্নয়ন নিশ্চিত করা' বিষয়কে কেন্দ্র করে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

শিক্ষার আধুনিকায়ন দ্রুততর করে জনগণের সন্তোষজনক শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা:

ছেন পাও শেং বলেন, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর দেশটির শিক্ষা কর্তব্য আরও বৈশিষ্ট্যময় হয়ে উঠেছে। শিক্ষার আধুনিকায়ন দ্রুততর হয়েছে। এ ক্ষেত্রে অর্থবরাদ্দ জিপিডি'র ৪ শতাংশে দাঁড়িয়েছে। চীনের শিক্ষা আন্তর্জাতিক সমাজে প্রভাবশালী হয়ে উঠেছে। ১৮০টিরও বেশি দেশ ও অঞ্চলের সঙ্গে শিক্ষা ক্ষেত্রে চীনের সহযোগিতামূলক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। ৪৭টি দেশ ও অঞ্চল চীনের সঙ্গে পারস্পরিক ডিগ্রি ও উপাধি স্বীকৃতি সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেছে।

দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে নিম্ন পর্যায়ের আয় নিশ্চিত করার ভূমিকা পালন করা:

হুয়াং শু সিয়ান বলেন, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর বিভিন্ন বেসামরিক মন্ত্রণালয় সার্বিকভাবে সিপিসি'র কেন্দ্রীয় কমিটি ও রাষ্ট্রীয় পরিষদের কার্যক্রম কার্যকর করে আসছে। দরিদ্রদের নিশ্চয়তাসহ নানা জীবিকা সংশ্লিষ্ট কাজের লক্ষ্যণীয় অগ্রগতি অর্জন করেছে। নগর ও গ্রামে নিম্ন আয়ের লোকদের যথাসাধ্য বিমায় অন্তর্ভুক্ত করা হয়।

কর্মসংস্থানের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিশ্বের বৃহত্তম সামাজিক নিশ্চয়তা নেট গড়ে তোলা:

ইন ওয়েই মিন বলেন, চীনের অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর চীনে কর্মসংস্থানের পরিস্থিতি অব্যাহতভাবে উন্নীত হচ্ছে, যা অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের একটি হাইলাইটে পরিণত হয়েছে। গত ৫ বছরে ৬ কোটি ৫০ লাখ লোকের কর্মসংস্থানের সমস্যা সমাধান হয়েছে। ২ কোটি ৭৯ লাখ কর্মচ্যুতদের পুনরায় কর্মসংস্থান দেওয়া হয়েছে এবং ৮৮ লাখ কর্মসংস্থানে সংকটাবস্থারত শহর-গ্রামবাসীদের কর্মসংস্থান দেওয়া হয়েছে।

'ঘরবাড়ি বসবাসের জন্য, এ থেকে আয় করার জন্য নয়' এর নীতিতে অবিচল:

ওয়াং মেং হুই বলেন, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর বসতি নিশ্চয়তায় ব্যাপক অগ্রগতি অর্জিত হয়েছে। ৮ কোটি লোকের বসতির অবস্থা উন্নত হয়েছে। রিয়াল এস্টেট নিয়ন্ত্রণে আনা হয়েছে। 'ঘরবাড়ি বসবাসের জন্য, এ থেকে আয় করার জন্য নয়' এর নীতিতে অবিচল থাকার কথা তিনি উল্লেখ করেন। (রুবি/টুটুল/স্বর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040