শিক্ষা মন্ত্রী ছেন পাও শেং বলেন, ২০২০ সাল পর্যন্ত বাধ্যতামূলক শিক্ষা পর্যায়ের সুষম উন্নয়ন, প্রমিতকরণ ও একত্রিকরণ বাস্তবায়িত হবে। সার্বিকভাবে উচ্চ ও মধ্য পর্যায়ের শিক্ষা জনপ্রিয় করা হবে।
মানব সম্পদ ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী ইন ওয়েই মিন বলেন, বর্তমানে চীনে কর্মসংস্থানের চাপ এখনো বিরাট। ভবিষ্যতে এ ক্ষেত্রের সহায়ক আরো বেশি ব্যবস্থা নেয়া হবে এবং প্রতিষ্ঠান গড়ে তোলায় সমর্থন করা হবে।
জাতীয় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান লি বিন বলেন, বিগত পাঁচ বছরে চীনে প্রাথমিকভাবে শ্রেণীকরণের চিকিত্সা ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। ৮০ শতাংশ নাগরিক এখন ১৫ মিনিটের মধ্যে নিকটতম চিকিত্সা কেন্দ্রে পৌঁছাতে পারেন। আমাদের উচিত অব্যাহতভাবে চিকিত্সা সেবা উন্নয়নের পরিকল্পনা ত্বরান্বিত করা। বিশেষ করে কৃষকদের জন্য চিকিত্সা সেবা নিশ্চিত করা।
(ছাই/ মহসীন)