চীনা কৃষি মন্ত্রণালয়ে সিপিসি কমিশনের সদস্য, চীনের কৃষি বিজ্ঞান একাডেমির প্রধান ও চীনা পরিকল্পনা একাডেমির বিদ্যানুরাগী সম্মেলনে বলেন, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর চীনের কৃষি শিল্পে বেশ উন্নতি হচ্ছে। গত বছর জাতীয় অর্থনীতিতে কৃষি শিল্পের অবদান ৫৬ শতাংশেরও বেশি। প্রধান ফসলের চাষ ও লাভের হার ৬৫ শতাংশেরও বেশি। প্রধান ফসলের সুষ্টু চাষের হার ৯৬ শতাংশে পৌঁছেছে।
চীনা কৃষি বিজ্ঞান একাডেমির ফসল গবেষক, জাতীয় গম উন্নয়ন কেন্দ্রের পরিচালক হো চং হু বলেন, চীনা গমের মান আন্তর্জাতিক পর্যায়ে অগ্রণী অবস্থানে। আমাদের খাদ্য নিরাপত্তা ও সবুজ উন্নয়নে অবদান রাখার সামর্থ্য আছে।
চীনা কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা গবেষণালয়ের গ্রামে জ্বালানী সম্পদ ও পরিবেশ সুরক্ষা বিভাগের উপ-পরিচালক শেন ইউ জুন বলেন, বিগত পাঁচ বছরে চীন চাষযোগ্য জমির মান উন্নয়ন, সার ও কীটনাশকের ব্যবহার কমানো, কৃষি বর্জ্য পুনর্ব্যবহার ও পরিবেশ সুরক্ষার ক্ষেত্রে ধারাবাহিক অগ্রণী প্রযুক্তির উন্নয়ন জোরদার করে চলেছে, যাতে সক্রিয়ভাবে কৃষির সবুজ উন্নয়ন ত্বরান্বিত করা যায়।
(ছাই/মহসীন)