এপেক অর্থমন্ত্রীদের ২৪তম সম্মেলন সমাপ্ত
  2017-10-22 18:12:07  cri

অক্টোবর ২২: এপেক অর্থমন্ত্রীদের ৩ দিন-ব্যাপী ২৪তম সম্মেলন গতকাল (শনিবার) ভিয়েতনামের হোইআনে শেষ হয়েছে।

সম্মেলনে আন্তর্জাতিক ও আঞ্চলিক অর্থনীতি পরিস্থিতি, অবকাঠামো, বিনিয়োগ বৃদ্ধি, দুর্দশা-ঝুঁকি তহবিল ও বীমা, সমেত অর্থায়ন, সমবায় অর্থায়ন এবং 'সেবু অ্যাকশন প্ল্যান ' বাস্তবায়নসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সম্মেলন শেষে একটি যৌথ বিবৃতি প্রকাশিত হয়।

সম্মেলনে চীনা প্রতিনিধি বলেন, বহুপক্ষবাদ অক্ষুন্ন রাখা উচিত। চীনা প্রতিনিধি অবাধ বাণিজ্যের ভিত্তিতে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থা রক্ষা করা উচিত বলে মত দেন।

(লেলিন/মহসিন/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040