বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির মহাসচিবের দৃষ্টিতে সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেস
  2017-10-22 15:34:41  cri



চীনের রাজধানী বেইজিং-এর মহা গণভবনে চলছে ৭ দিন ব্যাপী কমিউনিস্ট পার্টি তথা সিপিসি-র ১৯তম জাতীয় কংগ্রেস। অধিবেশন চলবে ২৪ অক্টোবর, মঙ্গলবার পর্যন্ত।

১৮ অক্টোবর শুরু হওয়া সিপিসি-র কেন্দ্রীয় কমিটির ১৯তম জাতীয় কংগ্রেসে কর্ম-প্রতিবেদন পেশ করেছেন সিপিসি-র সাধারণ সম্পাদক ও চীনা প্রেসিডেন্ট শি চিন পিং। এসময় তিনিবলেছেন, মানব জাতির জন্য আরও বড় অবদান রাখা বরাবরই চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র মিশন। বিরাজমান বিশ্ব পরিস্থিতি নিয়ে তিনি বলেছেন, সিপিসি "বিরাজমান জটিলপরিস্থিতির জন্য স্বপ্ন ছাড়তে পারবে না, আদর্শ দূরে থাকার কারণে পরিশ্রম ত্যাগ করবে না"। তিনি বিশ্বের বিভিন্ন দেশের জনগণের প্রতি মানব জাতির অভিন্ন স্বার্থের কমিউনিটি প্রতিষ্ঠাএবং টেকসই শান্তি, নিরাপত্তা, অভিন্ন সমৃদ্ধি, উন্মুক্ত ও সহনশীল, পরিচ্ছন্ন বিশ্ব গড়ে তোলার জন্য যৌথ প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

গত ৫ বছরে চীনা কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীনে এবং বর্হিবিশ্বে কী ধরণের পরিবর্তন হয়েছে তা জানতে আমি কথা বলেছি বিশিষ্ট রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সুশীল সমাজ, অর্থনীতিবিদ, আইনজীবী, শিক্ষক, কূটনীতিক, প্রযুক্তিবিদ, সরকারি আমলা, সামরিক বিশ্লেষক, চীন গণমৈত্রী সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে।

শ্রোতাবন্ধুরা, এখন আমাদের সাথে যুক্ত হয়েছেন, বাংলাদেশ-চীন গণমৈত্রী সমিতির মহাসচিব মো: শাহরিয়ার জামান সুমন। আপনাকে স্বাগত জানাচ্ছি সিপিসি-র ১৯তম জাতীয় কংগ্রেসসম্পর্কিত বিশেষ আলোচনায়।

সিপিসি-র সাধারণ সম্পাদক তথা চীনা প্রেসিডেন্ট শি চিন পিং-এর নেতৃত্বে চীনের অর্থনৈতিক, রাজনৈতিক, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি, পররাষ্ট্রনীতি, আন্তর্জাতিক কূটনীতি, আধুনিকসামরিক সক্ষমতা বৃদ্ধি সহ বিভিন্ন ক্ষেত্রে গত ৫ বছরে ব্যাপক উন্নয়ন ঘটেছে। এই পাহাড়সম উন্নয়নের পেছনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের নিয়ে আপনার পর্যবেক্ষণ কী?

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040