মিশরে সন্ত্রাসী হামলায় নিরাপত্তা পরিষদের তীব্র নিন্দা প্রকাশ
  2017-10-22 11:03:09  cri
অক্টোবর ২২: মিশরের পশ্চিমাঞ্চলের মরুভূমি এলাকায় গত পরশু সংঘটিত সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। গতকাল (শনিবার) নিরাপত্তা পরিষদের প্রকাশিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, যারা এ হামলার শিকার তাদের আত্মীয়স্বজন ও মিশর সরকারের প্রতি সমবেদনা জানায় নিরাপত্তা পরিষদ এবং আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে বলে কামনা করে। এ সন্ত্রাসী হামলার সৃষ্টিকারী, অংশগ্রহণকারী, পরিকল্পনাকারী ও সমর্থকদের ওপর শাস্তি আরোপে গুরুত্বারোপ করে নিরাপত্তা পরিষদ এবং সকল দেশকে আন্তর্জাতিক আইন ও নিরাপত্তা পরিষদের সংশ্লিষ্ট প্রস্তাবে নির্ধারিত দায়িত্ব পালন করে মিশর সরকার ও অন্যান্য পক্ষকে সক্রিয় সহযোগিতার তাগিদ দিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, যে কোনো ধরনের সন্ত্রাসবাদ আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার সবচেয়ে গুরুতর হুমকির অন্যতম। যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা যায় না। সকল দেশের উচিত সন্ত্রাসদমনে প্রচেষ্টা চালানো।

মিশরের স্বরাষ্ট্রমন্ত্রণালয় গতকাল (শনিবার) প্রকাশিত এক বিবৃতিতে জানায়, গতপরশু (শুক্রবার) দেশের পশ্চিমাঞ্চলের মরুভূমি এলাকায় পুলিশের ওপর হামলা চালায় চরমপন্থী সংস্থার সদস্যরা। এতে ১৬ জন নিহত, ১৩ জন আহত এবং অন্য একজন নিখোঁজ হয়েছে।(সুবর্ণা/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040