চীনের শান্তি ও উন্নয়নকৌশলে চীনে নেপালের সাবেক রাষ্ট্রদূতের প্রশংসা
  2017-10-22 10:07:46  cri
অক্টোবর ২২: চীনে নেপালের সাবেক রাষ্ট্রদূত হিরানায়া লাল শ্রেষ্ঠা গত শুক্রবারর চীন আন্তর্জাতিক বেতার (সিআরআই)-কে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন, ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে বলা হয়, চীন শান্তি ও উন্নয়নের পথে অবিচল এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গড়ে তোলাকে এগিয়ে নিয়ে যাবে। এটি বিশ্বের উন্নয়নে নতুন অবদান রাখবে।

তিনি বলেন, সংস্কার ও উন্মুক্তকরণ চালু হওয়ার কয়েক দশকে ব্যাপক সাফল্য অর্জন করেছে চীন। এটি প্রশংসনীয় উল্লেখ করে তিনি আরো জানান, চীন সবসময় শান্তি উন্নয়নের পথে অবিচল। চীনের উন্নয়ন বিশ্বের জন্য হুমকি নয়। নিজের উন্নয়ন কাজে লাগানোর সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট আন্তর্জাতিক দায়িত্বও বহন করে চীন।

সাম্প্রতিক বছরগুলোতে, চীনের উত্থাপিত 'এক অঞ্চল, এক পথ' প্রস্তাবে সক্রিয়ভাবে অংশগ্রহণও করেছে নেপাল। এই প্রস্তাব কেবল যে চীনাদের জন্য কল্যাণকর তা নয়, তা আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রদূত। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040