বিএমডাব্লিউ কোম্পানির বিরুদ্ধে ইইউ'র তদন্ত
  2017-10-21 18:54:04  cri
অক্টোবর ২১: জার্মানির বিখ্যাত গাড়ি কোম্পানির বিরুদ্ধে মনোপোলি ব্যবসার অভিযোগে তদন্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ।

কোম্পানির মুখপাত্র গতকাল (শুক্রবার) এ কথা বলেন।

ইইউ'র মনোপোলি প্রতিরোধ বিভাগ গত ১৬ অক্টোবর থেকে মিউনিখে বিএমডাব্লিউ'র সদর দফতরে অনুসন্ধান চালিয়েছে।

এরপর জার্মানির ডাইমলার এজি ইউরোপীয় কমিশনের কাছে জরিমানা থেকে মুক্তির লক্ষ্যে এ মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হওয়ার আবেদন জানায়।

বর্তমান ভক্সওয়াগন গ্রুপ সক্রিয়ভাবে মনোপোলি-বিরোধী আইন লঙ্ঘন করার কথা স্বীকার করেছে। তারা আশা করছে এতে জরিমানা কমবে।

উল্লেখ্য, মনোপোলির অভিযোগ প্রমাণিত হলে এসব প্রতিষ্ঠানের বার্ষিক আয়ের ১০ শতাংশ জরিমানা হবে। এসব প্রতিষ্ঠানের ২০১৬ সালের আয় অনুযায়ী সর্বোচ্চ জরিমানা হবে প্রায় ৫০০০ কোটি ইউরো।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040