'নবায়ন ও উদ্ভাবন চালিত উন্নয়ন কৌশল বাস্তবায়ন' সম্পর্কে সমষ্টিগত সাক্ষাৎকার আয়োজিত
  2017-10-21 18:48:12  cri
অক্টোবর ২১: চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র জাতীয় কংগ্রেসের তথ্যকেন্দ্রে গতকাল 'নবায়ন ও উদ্ভাবন চালিত উন্নয়ন কৌশল বাস্তবায়ন' শীর্ষক সমষ্টিগত সাক্ষাত্কার অনুষ্ঠিত হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সিপিসি কমিশনের সম্পাদক ও উপমন্ত্রী ওয়াং চি কাং, চীনা বিজ্ঞান একাডেমির জিনতত্ত্ব ইনস্টিটিউট ও উন্নয়নশীল জীববিজ্ঞানের গবেষক ও মোলিকুলার সিস্টেম বায়োলজি রিসার্চ সেন্টারের পরিচালক ওয়াং স্যুউ চিয়ে, লাংছাও গোষ্ঠীর প্রধান বিজ্ঞানী এবং চীনের পরিকল্পনা একাডেমির বিদ্যানুরাগী ওয়াং এন দং, শেনসি প্রদেশের বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প কমিশনের সম্পাদক এবং বিজ্ঞান ও প্রযুক্তি ব্যুরোর মহাপরিচালক লু চিয়ান জুন এবং নানছাং বিশ্ববিদ্যালয়ের সিপিসি কমিশনের স্থায়ী সদস্য এবং উপপ্রধান চিয়াং ফেং ই এ সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।

ওয়াং চি কাং বলেন, সিপিসির ১৮তম কংগ্রেসের পাঁচ বছরে চীন স্বাধীন উদ্ভাবনী ক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছে এবং ধারাবাহিক বিজ্ঞান ও প্রযুক্তিগত সাফল্য অর্জন করেছে। আগামী ধাপে বিজ্ঞানীদেরকে আরো ন্যায্য ও সমতার বিজ্ঞান ও প্রযুক্তি নবায়ন ও উদ্ভাবনের প্রাকৃতিক ব্যবস্থা গঠিত হবে।

ওয়াং এন দং বলেন, চীনের সার্ভার শিল্প বিশ্বের অগ্রণী মানে উঠে গেছে। আরো বেশি প্রতিষ্ঠানের উচিত দেশের বিজ্ঞান ও প্রযুক্তির নীতি ও পরিকল্পনার প্রণয়নে অংশ নেওয়া।

লু চিয়ান জুন বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি হলো প্রথম উৎপাদিকা শক্তি, নবায়ন ও উদ্ভাবন হলো প্রথম চালিকাশক্তি এবং আধুনিক অর্থনৈতিক ব্যবস্থার কৌশলগত সহযোগী ব্যবস্থা। চীন সরকারের উচিত সার্বিকভাবে বৈজ্ঞানিক নবায়ন ও উদ্ভাবনে উত্সাহ দেওয়া এবং বিজ্ঞানীদের নবায়ন ও উদ্ভাবনকে সম্মান করা, যাতে সহনশীলভাবে বিজ্ঞান ও প্রযুক্তি খাতে একটি সুষ্ঠু পরিবেশ তৈরি হয়।

(ছাই/তৌহিদ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040