অক্টোবর ২১: চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনের দ্বিতীয় সাংবাদিক সম্মেলন গতকাল (শুক্রবার) বেইজিংয়ে অনুষ্ঠিত হয়েছে। সিপিসি'র কেন্দ্রীয় প্রচার বিভাগের পরিচালক সুন চি জুন, সভ্যতা কার্যালয়ের দায়িত্বশীল উপপরিচালক সিয়া ওয়েই দং, সংস্কৃতিমন্ত্রী সিয়াং চাও লুন এবং তথ্য, প্রকাশ, বেতার, টেলিভিশন ও চলচ্চিত্র ব্যুরোর উপপরিচালক চাং হং সেন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন। তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন।
সিয়া ওয়েই দং বলেন, নতুন যুগে প্রেসিডেন্ট সি'র চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের ধারণা হলো, সিপিসি'র নবায়ন তত্ত্ব ও উদ্ভাবনের নতুন সাফল্য। এ ধারণা মহা পরিকল্পনা, দায়িত্ব ও স্বপ্ন বাস্তবায়নের শক্তিশালী প্রেরণা।
সুন চি জুন বলেন, নৈতিকতা ও সংস্কৃতির প্রচার সিপিসি ও দেশের ঐতিহাসিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ অবাদান রাখে। তিনি বলেন, জটিল আন্তর্জাতিক পরিস্থিতির সম্মুখীন হয়ে চীন ইতিবাচকভাবে নিজের পরিস্থিতির সঙ্গে সঙ্গতিপূর্ণ উন্নয়নের পদ্ধতি খুঁজছে। চীনের অর্থনীতি সুষ্ঠুভাবে বাড়ছে, সমাজ সার্বিকভাবে উন্নত হচ্ছে। চীন 'এক অঞ্চল, এক পথ' ও 'মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি'সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছে, যাতে বিশ্বায়ন খাতে চীন আরো অবদান রাখতে পারে।
সিয়াং চাও লুন বলেন, চীনের সাংস্কৃতিক কাজ নতুন যুগে এগিয়ে নেওয়ার জোর প্রচেষ্টা চালানো উচিত।
চাং হং সেন বলেন, চীন তথ্য, প্রকাশ, বেতার টেলিভিশন ও চলচ্চিত্রের শক্তিশালী দেশে পরিণত হচ্ছে।
উল্লেখ্য সিপিসি'র ঊনবিংশ কংগ্রেসের প্রতিনিধি সম্মেলনের মুখপাত্র ও রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ের উপপরিচালক কুও ওয়েই মিন এ সাংবাদিক সম্মেলন সভাপতিত্ব করেন এবং ২৯০ জনেরও বেশি দেশি ও বিদেশি সাংবাদিক এ সম্মেলনে অংশ নেন।
(ছাই/তৌহিদ)