বাংলাদেশের শ্রোতাদের দৃষ্টিতে সিপিসি'র ১৯তম জাতীয় কংগ্রেস
  2017-10-21 17:03:21  cri


চীনা কমিউনিস্ট পার্টি তথা সিপিসি-র ১৯তম জাতীয় কংগ্রেস চলছে বেইজিং মহা গণভবনে। ১৮ অক্টোবর, বুধবার শুরু হওয়া অধিবেশনটি চলবে আগামী মঙ্গলবার পর্যন্ত।

সিপিসি'র ১৯তম অধিবেশনকে কেন্দ্র করে চীন আন্তর্জাতিক বেতার বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করে। এবং শ্রোতাদের কাছ থেকে "আপনার দৃষ্টিতে সিপিসি'র নেতৃত্বে গত ৫ বছরে চীনের অর্জনকেমন ছিলো?" শিরোনামে বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করে। বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরা বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে তারা তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলেধরেছেন।

এই বিশেষ আয়োজনে এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দিদারুল ইকবাল।

বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন.........

(১) মো: ওসমান গণী, ঢাকা।

(২) মোহাম্মদ আব্দুল্লাহ, চুয়াডাঙ্গা।

(৩) নূর-ই-আলম সিদ্দিকী নূর, দিনাজপুর।

(৪) এম.এ.ছালাম, কিশোরগঞ্জ।

(৫) আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গা এবং

(৬) তাছলিমা আক্তার লিমা, ঢাকা।

শ্রোতাবন্ধুরা,

আপনারা এতক্ষণ শুনছিলেন, চীনের কমিউনিস্ট পার্টি তথা সিপিসি-র ১৯তম জাতীয় কংগ্রেস প্রসঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুদের বিশেষ সাক্ষাৎকার। বিশেষঅনুষ্ঠানটি শুনার জন্য সবাইকে ধন্যবাদ।

দিদারুল ইকবাল

চীন আন্তর্জাতিক বেতার

বাংলাদেশ।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040