1021muktarkotha
|
সিপিসি'র ১৯তম অধিবেশনকে কেন্দ্র করে চীন আন্তর্জাতিক বেতার বিশেষ সাক্ষাৎকার অনুষ্ঠানের আয়োজন করে। এবং শ্রোতাদের কাছ থেকে "আপনার দৃষ্টিতে সিপিসি'র নেতৃত্বে গত ৫ বছরে চীনের অর্জনকেমন ছিলো?" শিরোনামে বিশেষ সাক্ষাৎকার গ্রহণ করে। বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুরা বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে তারা তাদের মতামত ও প্রত্যাশার কথা তুলেধরেছেন।
এই বিশেষ আয়োজনে এখন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি দিদারুল ইকবাল।
বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়েছেন.........
(১) মো: ওসমান গণী, ঢাকা।
(২) মোহাম্মদ আব্দুল্লাহ, চুয়াডাঙ্গা।
(৩) নূর-ই-আলম সিদ্দিকী নূর, দিনাজপুর।
(৪) এম.এ.ছালাম, কিশোরগঞ্জ।
(৫) আশরাফুল ইসলাম, চুয়াডাঙ্গা এবং
(৬) তাছলিমা আক্তার লিমা, ঢাকা।
শ্রোতাবন্ধুরা,
আপনারা এতক্ষণ শুনছিলেন, চীনের কমিউনিস্ট পার্টি তথা সিপিসি-র ১৯তম জাতীয় কংগ্রেস প্রসঙ্গে বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত চীন আন্তর্জাতিক বেতারের শ্রোতাবন্ধুদের বিশেষ সাক্ষাৎকার। বিশেষঅনুষ্ঠানটি শুনার জন্য সবাইকে ধন্যবাদ।
দিদারুল ইকবাল
চীন আন্তর্জাতিক বেতার
বাংলাদেশ।