ইরাকে কুর্দিশ সশস্ত্রদের সঙ্গে সরকারি সেনাদের সংঘর্ষ
  2017-10-21 11:19:49  cri
অক্টোবর ২১: ইরাকের সামরিক পক্ষ গতকাল (শুক্রবার) জানিয়েছে, এদিন সরকারি সেনা ও কুর্দিশ সশস্ত্রদের মধ্যে সংঘর্ষ ঘটেছে। এক বিবৃতিতে ইরাকি সামরিক পক্ষ জানায়, এদিন কিরকুক প্রদেশ ও কুর্দিস্তান অঞ্চলের সীমান্তে আলতুন কুপরিতে সরকারি সেনা ও কুর্দিশ ফ্রিডম ফাইটার অর্গানাইজেশনের মধ্যে সংঘর্ষ হয়। কুর্দিশ সশস্ত্ররা সরকারি সেনাদের ওপর রকেট বোমা নিক্ষেপ করে। এতে হতাহত ও ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে।

আলতুন কুপরি কিরকুক প্রদেশের রাজধানী কিরকুক শহরের উত্তরাঞ্চলের ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

উল্লেখ্য, গত ২৫ সেপ্টেম্বর ইরাকের কুর্দিস্তানে স্বাধীন গণভোট আয়োজনের পর থেকে ইরাকের কেন্দ্রীয় সরকার ও কুর্দিস্তানের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক দেখা দিয়েছে। কুর্দিস্তানের বিরুদ্ধে ইতোমধ্যেই বহু ব্যবস্থা গ্রহণ করা শুরু করেছেন ইরাকি প্রধানমন্ত্রী হাইদার আল-আবাদি।এই সপ্তাহে কিরকুকসহ বহু বিতর্কিত অঞ্চলে সরকারি সেনা মোতায়েন করা হয়েছে। (ওয়াং হাইমান/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040