অক্টোবর ২০: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস ১৮ অক্টোবর সকালে বেইজিংয়ে শুরু হয়েছে। সাধারণ সম্পাদক সি চিন পিং প্রতিবেদনে জোর দিয়ে বলেছেন, অবিচলিতভাবে সার্বিক ও কঠোরভাবে পার্টি প্রশাসিত হবে এবং নিরন্তরভাবে পার্টির ব্যবস্থাপনার সামর্থ্য ও নেতৃত্বের মান উন্নীত হবে।
আন্তর্জাতিক সমাজ মনে করে, এক সাহস নিয়ে নিজের বিপ্লব ও সংস্কার করা, কঠোরভাবে পার্টি শাসন করা সিপিসি, চীন ও চীনা জাতির ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ মনে করেন, সার্বিক ও কঠোরভাবে পার্টি শাসন করা হচ্ছে সিপিসি'র চীনকে নিয়ে চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়নের গুরুত্বপূর্ণ নিশ্চয়তা। এটা সিপিসি'র নেতৃত্ব শক্তির মধ্যে গুরুত্বপূর্ণ শক্তি যুগিয়েছে, বিশ্বের কাছে সচ্ছল সমাজ গড়ে তোলা, গভীরভাবে সংস্কার করা আর সার্বিকভাবে আইনানুসারে রাষ্ট্র প্রশাসনসহ নানা ক্ষেত্রে সিপিসি'র অটুট সদিচ্ছা প্রদর্শিত হয়েছে।
মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী লিয়াও টিয়োং লাই বলেন, সিপিসি সার্বিক ও কঠোরভাবে পার্টি শাসন করাকে দেশ ও জাতির ভবিষ্যত আর জনগণের কল্যাণের সঙ্গে সংযুক্ত করেছে। চীন বর্তমানে সর্বজনস্বীকৃত সাফল্য অর্জন করেছে, সিপিসি'র সবসময় নিবিঢ়ভাবে জনগণের সঙ্গে যোগাযোগ রাখার সম্পর্ক আছে। কেবল জনগণের সঙ্গে দাঁড়ালে দেশটি দীর্ঘস্থায়ী শান্তিময় ও স্থিতিশীল হতে পারে এবং উন্নয়ন হতে পারে। এটা বিশ্বের বিভিন্ন রাজনৈতিক দলের শেখা দরকার।'(ইয়ু/টুটুল)