অক্টোবর ২০: নেপালের চীন গবেষণা কেন্দ্রের সচিব ড. উপেন্দ্র গৌতম গতকাল (বৃহস্পতিবার) চীন আন্তর্জাতিক বেতারকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, গত পাঁচ বছরে দুর্নীতি দমন ক্ষেত্রে চীন বিরাট সাফল্য অর্জন করেছে, অনেক দুর্নীতি মামলা ও কর্মকর্তার বিরুদ্ধে শাস্তি আরোপ করেছে। নেপালের তা শেখা দরকার।
গৌতম বলেন, তিনি ভালোভাবে সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের প্রতিবেদন পড়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, চীন সার্বিক ও কঠোরভাবে পার্টি শাসনের লক্ষণীয় কার্যকারিতা পেয়েছে, দুর্নীতি দমনের সংগ্রামে অপ্রতিরোধ্য প্রবণতা সৃষ্টি হয়েছে। ভবিষ্যতে দুর্নীতি দমন সংগ্রামের চূড়ান্ত বিজয় হবে।
তিনি মনে করেন, চীনের ইতিহাসে কোনো যুগে এবং কোনো সময়ে এভাবে দুর্নীতি দমনের ব্যবস্থা নেওয়া হয়নি। এ কাজ জনগণের সমর্থন পেয়েছে এবং আন্তর্জাতিক সমাজের মনোযোগ ও প্রশংসা পেয়েছে। (ইয়ু/টুটুল/রুবি)