কংগ্রেসের মহাসচিব লিউ ইয়ুন শান ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির সদস্য, প্রার্থী সদস্য ও কেন্দ্রীয় তদারক কমিশনের প্রার্থী বিষয়ক তালিকা ব্যাখ্যা করেন।
এ সভায় 'অষ্টাদশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন সংক্রান্ত প্রস্তাব খসড়া, অষ্টাদশ কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কার্যবিবরণী সংক্রান্ত প্রস্তাব খসড়া এবং 'চীনের কমিউনিস্ট পার্টির গঠনতন্ত্র সংশোধনী বিল' সংক্রান্ত খসড়া প্রস্তাব বিভিন্ন প্রতিনিধি দলের কাছে আলোচনার জন্য জমা দেওয়া হয়।
সভায় ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সদস্য, সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সদস্য প্রার্থী বিষয়ক তালিকা প্রতিনিধি দলের কাছে দাখিল করা হয়।
সভায় বিভিন্ন প্রতিনিধি দলের দাখিল করা কংগ্রেসের নির্বাচন পদ্ধতি গৃহীত হয়। এছাড়া সভায় ভোট তত্ত্বাবধানকারী, সাধারণ তত্ত্বাবধানকারীর তালিকা গৃহীত হয়। এ তালিকা আনুষ্ঠানিক নির্বাচনের সময় কংগ্রেসের অনুমোদনের জন্য দাখিল করা হবে। (রুবি/টুটুল/ইয়ু)