সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রতিনিধিদলের আলোচনাসভা গণমাধ্যমের জন্য উন্মুক্ত, প্রতিবেদন নিয়ে সদস্যদের আলোচনা
  2017-10-20 19:33:44  cri
অক্টোবর ২০: গতপরশু (বুধবার) ও গতকাল (বৃহস্পতিবার) সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের ৩০টিরও বেশি প্রতিনিধি দলের আলোচনাসভা গণমাধ্যমের জন্য উন্মুক্ত করা হয়। এ আলোচনাসভায় পার্টির সদস্যরা কংগ্রেসের প্রতিবেদন নিয়ে আলোচনা করেন। তাঁরা নিজের কাজের বাস্তবতার দিক থেকে সাংস্কৃতিক আত্মবিশ্বাস বাড়ানো, নব্যতাপ্রবর্তনের মাধ্যমে উন্নয়ন প্রমোট এবং ব্যাংকিং নীতি বিন্যাসসহ নানা বিষয়ে আলোচনা করেন।

কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়, সাংস্কৃতিক আত্মবিশ্বাস বাড়ানো, সমাজতান্ত্রিক সংস্কৃতি মজবুত করতে হয়। এ প্রসঙ্গে শাংহাইয়ের খুন অপেরা পরিবেশক কু হাও হাও বলেন, সিপিসি'র ঊনবিংশ কংগ্রেস ঐতিহ্যবাহী সংস্কৃতির উন্নয়নে আরও বিস্তারিত দিকনির্দেশ করেছে। আমরা সাহিত্য ও শিল্পকর্মী হিসেবে উচ্চ পর্যায়ের সাংস্কৃতিক বিশ্বাস, নতুন সংস্কৃতি সম্প্রসারণ করার পাশাপাশি চীনা সংস্কৃতি প্রচার করি।

সিপিসি ও জনগণের আস্থা ও প্রত্যাশা নিরাশ না করার জন্য সংস্কৃতি আরও ফলপ্রসূ হওয়া ত্বরান্বিত করতে হবে।

কুয়াং তোং প্রদেশের প্রতিনিধি দলের আলোচনাসভায় শেন জেং হুয়াং তা জিন গবেষণা ইনস্টিটিউটের সিপিসি'র সম্পাদক, প্রধান বিজ্ঞানী তু ইয়ু থাও বলেন, বিজ্ঞান-প্রযুক্তি ব্যবস্থার সংস্কার গভীরতর করা এবং শিল্পপ্রতিষ্ঠানকে প্রাধান্য, বাজারকে নির্দেশক হিসেবে উত্পাদন, শিক্ষা ও গবেষণাযুক্ত প্রযুক্তিগত নতুন ব্যবস্থা গড়ে তোলা হবে। এতে তিনি খুব উল্লসিত।

চীনের বিনিয়োগ কোম্পানি লিমিটেডের প্রতিনিধি তাই পেং বলেন, কংগ্রেসের প্রতিবেদনে অর্থনীতি ও ব্যাংকিং কার্যক্রমের স্পষ্ট পরিকল্পনা করা হয়েছে, যা কোম্পানির সামনে এগিয়ে যাওয়ার দিক-নির্দেশ করে। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040