শিশু মৃত্যুর হার কমানোর আহ্বান জাতিসংঘের
  2017-10-20 19:33:06  cri
অক্টোবর ২০: বিশ্বে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যুর সংখ্যা ইতিহাসের সর্বনিম্নে আসা সত্ত্বেও এর মধ্যে নবজাত শিশু মৃত্যুর হার ২০০০ সালের ৪১ শতাংশ থেকে বেড়ে ২০১৬ সালের ৪৬ শতাংশে দাঁড়িয়েছে। জাতিসংঘের বেশ কয়েকটি সংস্থার গতকালের (বৃহস্পতিবার) এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।

জাতিসংঘ শিশু তহবিল, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বিশ্ব ব্যাংক ও জনসংখ্যাবিষয়ক বিভাগ গতকাল (বৃহস্পতিবার) '২০১৭ সালে শিশু মৃত্যুর হার ও প্রবণতা' শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনের পরিসংখ্যান অনুযায়ী ২০১৬ সালে বিশ্বে প্রতি দিন ৫ বছরের কম বয়সী ১৫ হাজার শিশু মৃত্যুবরণ করে। এর মধ্যে ৭ হাজার জন ২৮ দিনের নবজাতক।

পরিসংখ্যান অনুযায়ী অধিকাংশ মৃত নবজাতক দক্ষিণ এশিয়া ও সাহারার দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার। এ দুই অঞ্চলে মৃত নবজাতকের সংখ্যা মোট পরিমাণের ৭৫ শতাংশ। এর মধ্যে ৫টি দেশের নবজাতকের মৃত্যুর সংখ্যা বিশ্বের এ পরিমাণের অর্ধেকে দাঁড়ায়। সেদেশগুলো হচ্ছে ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, কঙ্গো প্রজাতন্ত্র ও ইথিওপিয়া। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040