এ কংগ্রেসের প্রতিনিধি কুও মিং ই লিয়াও নিং প্রদেশের আন কাং খনিজসম্পদ কোম্পানির ছি তা শান লৌহ উত্পাদনকারী প্রযুক্তি কার্যালয়ের একজন কর্মী। তিনি ২০ বছর ধরে বিনাপয়সায় রক্ত সংগ্রহ করছেন এবং চীনের দরিদ্র শিক্ষার্থীদের ১ লাখেরও বেশি ইউয়ান অনুদান দিয়েছেন। প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, পুরো প্রতিবেদনে মানুষকে সব কিছুর উপরে রাখা হয়েছে। প্রতিবেদনে পার্টির নির্মাণ, সংস্কার, প্রতিরক্ষাসহ নানা ক্ষেত্রে মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। তিনি তাতে উত্সাহিত এবং ভবিষ্যতে নিজের কাজ আরও ভালো করার জন্য সচেষ্ট হবেন এবং সাধারণ সম্পাদক সি'র নতুন ভাবনা, নতুন তত্ত্ব ও নতুন কৌশল নিয়ে অনুশীলন করে যাবেন।
শান সি প্রদেশের ইয়াং ছুন শহরের খুয়াং ছু অঞ্চলের তুয়ান নান কৌ কমিউনিটির সিপিসি'র সম্পাদক রেন হোং মেই তৃণমূলের একজন প্রতিনিধি। তিনি বলেন, তৃণমূল জনগণের স্বার্থসংশ্লিষ্ট মনোভাব নিয়ে বেইজিংয়ে এসেছেন তিনি। সাধারণ সম্পাদক সি চিন পিং'র প্রতিবেদন শুনে গণজীবিকার মান উন্নতিতে তিনি ভীষণ সন্তুষ্ট। তিনি বলেন, "সাধারণ সম্পাদক সি চিন পিং'র উপস্থাপিত প্রতিবেদনে পুরোটায় মানুষকে কেন্দ্র করে মানুষের সেবা করা এবং জনগণের সুন্দর জীবন কাটানোকে সিপিসি'র লক্ষ্য স্থাপন করে পরিশ্রম করার বিষয় সারসংকলন করা হয়েছে। তৃণমূলের একজন সাধারণ মানুষ হিসেবে আমরা গণজীবিকায় সি'র প্রবল দৃষ্টি অনুভব করছি"।
এছাড়া আরও বেশ কয়েকজন প্রতিনিধি বলেন, প্রতিবেদনে তাঁরা উত্সাহিত। তাঁরা শুরুর কথা ভুলে না গিয়ে অব্যাহতভাবে সামনে যাত্রা করার ইচ্ছা প্রকাশ করেছেন। (রুবি/টুটুল/ইয়ু)