চলমান সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসকে বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান, রাজনৈতিকদল ও নানা সংস্থার অভিনন্দন
  2017-10-20 16:07:35  cri
অক্টোবর ১৯: চলমান চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসকে অভিনন্দন জানিয়েছে বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান, রাজনৈতিক দল ও নানা সংস্থা।

নেপালের কমিউনিস্ট পার্টি (মাওবাদী)-র চেয়ারম্যান ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল অভিনন্দনবার্তায় বলেন, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং'র দৃঢ় নেতৃত্বে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র বিশ্বব্যাপী মনোযোগকাড়া অগ্রগতি অর্জন করেছে। সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস সমাজতন্ত্রের এ মহালক্ষ্য বাস্তবায়নে নির্দেশ প্রদান করবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন।

ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী অভিনন্দনবার্তায় বলেন, সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস চীনের সার্বিক সুষম সমাজ প্রতিষ্ঠার সন্ধিক্ষণ এবং চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র উন্নয়নের নির্ণায়ক সময়ে অনুষ্ঠিত একটি গুরুত্বপূর্ণ সম্মেলন। ভারত সিপিসি'র কেন্দ্রীয় কমিটিকে শুভেচ্ছা জানায় এবং ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সাফল্য কামনা করে।

শ্রীলংকার লিবারেল পার্টির সাধারণ সম্পাদক ও সরকারের কৃষিমন্ত্রী দুমিদা দিসানায়েক অভিনন্দনবার্তায় বলেন, চীন শ্রীলংকার বৃহত্তম সহযোগিতামূলক অংশীদার। ভবিষ্যতে শ্রীলংকার লিবারেল পার্টি ও সিপিসি আরও ঘনিষ্ঠ যোগাযোগ জোরদার করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্কের গভীর উন্নয়ন সাধন করবে বলে শ্রীলংকা আশা করে।

মিয়ানমারের প্রেসিডেন্ট উ তিন কিয়াও সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস শুরু হওয়ায় পার্টির সাধারণ সম্পাদক সি চিন পিং ও চীনা জনগণকে আন্তরিক অভিনন্দন জানান। তিনি বলেন, চীন ঊনবিংশ জাতীয় কংগ্রেসকে সূচনা হিসেবে দেশের ভবিষ্যত উন্নয়নের নতুন অধ্যায় সৃষ্টি এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়ন করবে।

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মাহমাদু বুহারি অভিনন্দনবার্তায় বলেন, সাধারণ সম্পাদক সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে চীনা জনগণ 'দুটি একশ' বছরের লক্ষ্য' বাস্তবায়ন এবং চীনা জাতির মহান পুনরুত্থানের জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে। ঊনবিংশ জাতীয় কংগ্রেস সিপিসি ও চীনের মহান সাফল্যের নতুন সময় সূচনা করেছে।

এছাড়া সেনেগাল, ফিলিপিন্স, আলজেরিয়া ও স্লোভানিয়াসহ নানা দেশের রাষ্ট্র ও রাজনৈতিক পার্টির প্রধান সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস শুরু হওয়ায় অভিনন্দন জানান এবং কংগ্রেসের সাফল্য কামনা করেন। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040