তিনি বলেন, পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের রাজনৈতিক প্রতিবেদনে পার্টি ও দেশ এগিয়ে নেওয়ার দিক-নির্দেশনা দেওয়া হয়েছে। এটি পার্টির নেতৃত্বে বিভিন্ন জাতির জনগণের নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্র উন্নয়নের রাজনৈতিক ঘোষণা ও কার্যক্রম।
কুই চৌ প্রতিনিধি দলের সদস্যরা আলাদাভাবে বাস্তবতার ভিত্তিতে রিপোর্ট নিয়ে মতামত দিয়েছেন। তারা মনে করেন, পার্টির এ রাজনৈতিক প্রতিবেদন যুগোপযোগী এবং উত্সাহব্যঞ্জক। তারা এ প্রতিবেদনে জোরালো সমর্থন দেন।
প্রতিনিধিদের মতামত শোনার পর প্রেসিডেন্ট সি বলেন, বিগত পাঁচ বছরে কুই চৌ প্রদেশ কেন্দ্রীয় সরকারের নীতিমালার প্রতি মনোযোগ দিয়েছে এবং বিভিন্ন ক্ষেত্রে নতুন অগ্রগতি অর্জিত হয়েছে। সেখানে সার্বিক ক্ষমতা স্পষ্টভাবেই বেড়েছে এবং দারিদ্র্যমোচনে লক্ষ্যণীয় অগ্রগতি হয়েছে। কুইচৌ প্রদেশের সাফল্য অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর পার্টি ও দেশের অগ্রগতির একটি প্রতিফলন বলে উল্লেখ করেন প্রেসিডেন্ট সি।
কুই চৌ প্রদেশের কর্মকর্তারা পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা অনুসরণ করে উন্নয়নের পাশাপাশি পরিবেশবান্ধব প্রযুক্তির ওপর গুরুত্ব দেবে এবং কুই চৌয়ের আরো সুন্দর ভবিষ্যত রচনা করবে বলে আশা করেন প্রেসিডেন্ট সি।
(লিলি/তৌহিদ)