এ সময় তিনি বলেন, প্রেসিডেন্ট সি চিন পিং পার্টির অষ্টাদশ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রাজনৈতিক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বিগত ৫ বছরে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে পার্টি এবং দেশের বিভিন্ন জাতির অর্জিত সাফল্য ও মূল্যবান অভিজ্ঞতা পর্যালোচনা করা হয়। এতে সার্বিকভাবে সচ্ছল সমাজ গঠন এবং নতুন যুগে চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের মহান বিজয়ের কথা বলা হয়েছে। প্রতিবেদনে পার্টির মেধার পরিপূর্ণতা এবং যুগের চাহিদা ও জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে বলে জোর দেন প্রধানমন্ত্রী লি।
প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী লি আরো বলেন, পার্টির ঊনবিংশ জাতীয় কংগ্রেসের চেতনা লালনের জন্য ঐক্যবদ্ধ উন্নয়নে ভারসাম্যহীনতা দূর করতে হবে। অব্যাহতভাবে সরকারি দায়িত্বের রূপান্তর এগিয়ে নেওয়া, শিল্প-প্রতিষ্ঠানকে উত্সাহ দেওয়া এবং চীনা অর্থনীতির উদ্ভাবনী ও প্রতিযোগিতার ক্ষমতা বাড়ানো উচিত্ বলে জোর দেন প্রধানমন্ত্রী লি(লিলি/তৌহিদ)