তিনি আরো বলেন, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে প্রেসিডেন্ট সি'কে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় সরকার কঠোরভাবে পার্টি শাসনকে কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে এবং পার্টি গঠন ও দুর্নীতিবিরোধী লড়াইকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। পাঁচ বছরে এক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে।
প্রথমত, পার্টির নেতৃত্বে অবিচল থাকা। দ্বিতীয়ত, বিশ্বাস ও উদ্দেশ্যে অটুট থাকা। তৃতীয়ত, চিন্তাধারা ও ব্যবস্থা উভয় দিক দিয়ে পার্টি পরিচালনা করা। চতুর্থত, পার্টিকে সঠিক দিকে চালিয়ে নেওয়া। পঞ্চমত, কঠোর শৃঙ্খলা ও আইন অনুযায়ী কাজ করা। ষষ্ঠত, দুর্নীতিদমন জোরদার করতে হবে এবং এ কাজে অবিচল থাকতে হবে। যাতে কর্মকর্তারা দুর্নীতির সাহস না পায়।
ইয়াং সিয়াও তু আরো বলেন, অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর জাতীয় শৃঙ্খলা তদারক ও তত্ত্বাবধান সংস্থার তদন্তের পর মোট ১৫ লাখ ৪৫ অভিযোগ গঠিত হয়। ১৫ লাখ ৩৭ হাজার লোককে শাস্তি দেওয়া হয়। ৫৮ হাজার লোকের অপরাধ-সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় বিচার বিভাগে হস্তান্তর করা হয়েছে।
তা ছাড়া, মোট ৯০টিরও বেশি পার্টির অভ্যন্তরীণ আইন সংশোধন বা নতুন করে জারি করা হয়।
লিলি/তৌহিদ