সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের প্রথম সাংবাদিক সম্মেলন
  2017-10-20 10:57:50  cri
অক্টোবর ২০: গতকাল (বৃহস্পতিবার) সকালে চীনা কমিউনিস্ট পার্টি বা সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের তথ্যকেন্দ্রে প্রথম সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের উপ-সম্পাদক, শৃঙ্খলা তত্ত্বাবধানবিষয়ক মন্ত্রী, জাতীয় দুর্নীতি প্রতিরোধ ব্যুরোর মহাপরিচালক ইয়াং সিয়াও তু এবং সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক মন্ত্রণালয়ের উপমন্ত্রী ছি ইউ দেশি-বিদেশি সংবাদদাতাদের পার্টি গঠন জোরদার করা এবং কঠোরভাবে পার্টি শাসনের অবস্থা তুলে ধরেন।

তিনি আরো বলেন, সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে প্রেসিডেন্ট সি'কে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় সরকার কঠোরভাবে পার্টি শাসনকে কৌশলগত পরিকল্পনায় অন্তর্ভুক্ত করেছে এবং পার্টি গঠন ও দুর্নীতিবিরোধী লড়াইকে নতুন পর্যায়ে নিয়ে গেছে। পাঁচ বছরে এক্ষেত্রে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে।

প্রথমত, পার্টির নেতৃত্বে অবিচল থাকা। দ্বিতীয়ত, বিশ্বাস ও উদ্দেশ্যে অটুট থাকা। তৃতীয়ত, চিন্তাধারা ও ব্যবস্থা উভয় দিক দিয়ে পার্টি পরিচালনা করা। চতুর্থত, পার্টিকে সঠিক দিকে চালিয়ে নেওয়া। পঞ্চমত, কঠোর শৃঙ্খলা ও আইন অনুযায়ী কাজ করা। ষষ্ঠত, দুর্নীতিদমন জোরদার করতে হবে এবং এ কাজে অবিচল থাকতে হবে। যাতে কর্মকর্তারা দুর্নীতির সাহস না পায়।

ইয়াং সিয়াও তু আরো বলেন, অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর জাতীয় শৃঙ্খলা তদারক ও তত্ত্বাবধান সংস্থার তদন্তের পর মোট ১৫ লাখ ৪৫ অভিযোগ গঠিত হয়। ১৫ লাখ ৩৭ হাজার লোককে শাস্তি দেওয়া হয়। ৫৮ হাজার লোকের অপরাধ-সংশ্লিষ্টতা প্রমাণিত হওয়ায় বিচার বিভাগে হস্তান্তর করা হয়েছে।

তা ছাড়া, মোট ৯০টিরও বেশি পার্টির অভ্যন্তরীণ আইন সংশোধন বা নতুন করে জারি করা হয়।

লিলি/তৌহিদ

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040