বৃহস্পতিবার দেশের অন্যতম প্রধান জাতীয় দৈনিক প্রথম আলোর বিদেশ পাতার প্রধান সংবাদ ছিল চীনের কংগ্রেস শুরু হওয়ার খবর। এর শিরোনাম ছিল- কমিউনিস্ট পার্টির কংগ্রেসে সি চিন পিংয়ের ভাষণ- নতুন যুগে চীনা সমাজতন্ত্র। একই পাতায় ওয়াশিংটন পোস্টের সংবাদ বিশ্লেষণ ছাপা হয় যার শিরোনাম-চীনের কমিউনিস্ট পার্টির সম্মেলন- বিশ্ব কেন তাকিয়ে। দেশের প্রাচীনতম দৈনিক ইত্তেফাক প্রথম পাতায় সি চিন পিংয়ে ছবিসহ খবর ছেপেছে- শিরোনাম: বিশ্বের অর্থনৈতিক সামরিক কেন্দ্রবিন্দু হবে চীন-কমিউনিস্ট পার্টির কংগ্রেসে সি চিন পিং।
দেশের অন্যতম প্রধান ইংরেজি দৈনিক ডেইলি স্টার গুরুত্ব দিয়ে সিপিসির কংগ্রেসে সি চিন পিংয়ের ভাষণের খবর ছেপেছে- শিরোনাম: সি হেরাল্ডস নিউ এরা অফ চাইনিজ পাওয়ার। বেশির ভাগ জাতীয় দৈনিকই তাদের শিরোনাম করেছে সি চিন পিংয়ের ভাষণে চীনের নতুন যুগে প্রবেশের বক্তব্যটি নিয়ে। এ ছাড়া বেতার ও টেলিভিশনে গতকাল থেকেই সিপিসি কংগ্রেসের খবর প্রচার করছে।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
১. প্রথম আলোতে চীনের ১৯তম কংগ্রেস শুরু ও প্রেসিডেন্ট শি চিন পিংয়ের ভাষণের সচিত্র সংবাদ।
২. ডেইলি স্টারে সিপিসির জাতীয় কংগ্রেসের খবর।