এ প্রতিবেদন নিয়ে সিপিসি'র সদস্যদের মধ্যে তুমুল আলোচনা হয়েছে। তারা মনে করেন, এ প্রতিবেদনের গুরুত্বপূর্ণ তাত্পর্য রয়েছে, যা ভবিষ্যত কার্যক্রমের জন্য দিকনির্দেশ করেছে।
ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সদস্য, নিং সিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের সিপিসি'র সম্পাদক শি থাই ফেং মনে করেন, প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নতুন যুগে চীনের বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের ভাবনা উত্থাপন এবং এ ভাবনাকে পার্টি ও রাষ্ট্রের চীনের মহান পুনরুত্থানের জন্য পরিশ্রমের নির্দেশনা হিসেবে নির্ধারণ।
সদস্য ওয়ে সিয়াও পেং চীনের পরমাণু শিল্পপ্রতিষ্ঠানের একজন শ্রমিক। তিনি বলেন, প্রতিবেদনে গত ৫ বছরে পার্টি ও দেশের নানা ক্ষেত্রের পরিবর্তন সারসংকলন করা হয়েছে। একই সঙ্গে এতে ভবিষ্যত উন্নয়নের নতুন নকশা আঁকা হয়েছে, তাতে তিনি উত্সাহিত। (রুবি/টুটুল/ইয়ু)