সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস শুরু হওয়ায় বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান, রাজনৈতিকদল ও নানা সংস্থার অভিনন্দন
  2017-10-19 16:10:34  cri
অক্টোবর ১৯: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস গতকাল (বুধবার) শুরু হওয়ায় অভিনন্দন জানিয়েছে বিদেশি রাষ্ট্র ও সরকার প্রধান, রাজনৈতিক দল ও নানা সংস্থা।

বাংলাদেশ আওয়ামী লীগ ও সরকার প্রধান শেখ হাসিনা অভিনন্দন জানিয়ে বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দীর্ঘকাল ধরে সিপিসি'র সঙ্গে বন্ধুত্বপূর্ণ আদান-প্রদান বজায় রেখেছে। দুই পার্টির সম্পর্ক দেশ-দুটির সম্পর্কের অব্যাহত স্থিতিশীল উন্নতির কেন্দ্রীয় শক্তিতে পরিণত হয়েছে। সিপিসি'র সাধারণ সম্পাদক সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির দৃঢ় নেতৃত্বে ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর চীনে আরও বড় উন্নতি সাধিত হবে বলে আশাবাদ প্রকাশ করেছেন শেখ হাসিনা।

শ্রীলংকার ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতা ও সরকার প্রধান রানিল বিক্রমাসিংহে অভিনন্দন বার্তায় বলেন, গত ৫ বছরে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং'র নেতৃত্বে চীনের অর্থনীতি ও সমাজে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে, যা বিশ্ব অর্থনৈতিক উন্নয়ন এবং বিশ্বজুড়ে জনগণের কল্যাণের জন্য বিশাল অবদান রেখেছে। সি চিন পিং'র উত্থাপিত 'এক অঞ্চল,এক পথ' উদ্যোগ বিভিন্ন দেশের মধ্যেকার সহযোগিতার জন্য নতুন প্ল্যাটফর্ম যুগিয়েছে, যার ফলে বিভিন্ন দেশ চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে উন্নয়নের নতুন সুযোগ-সুবিধা পাবে এবং যা শ্রীলংকাসহ সংশ্লিষ্ট দেশগুলোর উন্নয়নের জন্য অনুকূল।

ভারতীয় জনতা পার্টির সভাপতি অমিত শাহ পার্টি ও ব্যক্তিগত পক্ষ থেকে সিপিসি-কে শুভেচ্ছা জানান। তিনি বলেন, সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং'র নেতৃত্বে ঊনবিংশ জাতীয় কংগ্রেসে নেওয়া সিদ্ধান্ত ও দিকনির্দেশে চীনের জন্য উন্নতি ও সমৃদ্ধি বয়ে আনার পাশাপাশি ভারত-চীন সহযোগিতা আরও উচ্চ পর্যায়ে উন্নীত হবে এবং বিশ্বের জন্য শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন বয়ে আনা হবে।

রাশিয়ার ইউনাইটেড রাশিয়া পার্টির সর্বোচ্চ কমিশনের চেয়ারম্যান বরিস গ্রিজলোভ অভিনন্দন বার্তায় বলেন, সিপিসি চীনের ইতিবাচক উন্নয়ন বেগবানের চালিকাশক্তি। সিপিসি'র নেতৃত্বে ভবিষ্যতে চীনে আরও উত্সাহব্যঞ্জক উন্নতি হবে। চীনা জনগণের জীবন-যাত্রার মান আরও উন্নীত হবে। সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের সাফল্য এবং গণপ্রজাতন্ত্রী চীনের সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করেন বরিস গ্রিজলোভ।

এছাড়া কাজাখস্তান, তাঞ্জানিয়া, সুদান, সার্বিয়া, বেলারুশ ও নাইজেরিয়াসহ নানা দেশের পার্টির নেতা ও প্রেসিডেন্ট সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস শুরু হওয়ায় অভিনন্দন জানান এবং কংগ্রেসের সাফল্য কামনা করেন। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040