রাশিয়ার 'ফার্স্ট চ্যানেলের' সংবাদদাতা পাভেল ক্রাসনোভ গতকাল এক সাক্ষাত্কারে বলেছেন, বিগত ৫ বছরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে চীন। আন্তর্জাতিক অঙ্গনে নিজের মর্যাদা দিন দিন বাড়িয়ে চীন বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বলেন, "চীনা নেতাদের কৌশল, উদ্ভাবনী ধারণা ও জনগণের চেষ্টা না থাকলে এ বিশাল সাফল্য অর্জিত হতে পারে না।"
পাভেল আরো বলেন, সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেস খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, "বিগত ৫ বছরে চীনা অর্থনীতির মোট পরিমাণ যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে না গেলেও বর্তমান গতি বজায় রাখলে আগামী ৫ বছরে অবশ্যই তা ছাড়িয়ে যাবে বলে আমার বিশ্বাস।"
(জিনিয়া ওয়াং/ মহসীন/লিলি)