সিপিসি'র নেতৃত্বে চীনের বিশাল সাফল্যে উচ্ছ্বসিত প্রশংসা আন্তর্জাতিক সমাজের
  2017-10-19 11:23:39  cri
অক্টোবর ১৯: চীনা কমিউনিস্ট পার্টি-সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং যে প্রতিবেদন উপস্থাপন করেছেন তার উচ্ছ্বসিত প্রশংসা করেছে আন্তর্জাতিক সমাজ।

গতকাল (বুধবার) সকালে বেইজিংয়ের মহাগনভবনে সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রসের উদ্বোধন হয়। এতে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং 'সার্বিকভাবে সচ্ছল সমাজ প্রতিষ্ঠার প্রচেষ্টা চালানো এবং নতুন যুগে চীনের বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্রের মহান বিজয় অর্জন করা' শীর্ষক প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে ১৮তম জাতীয় কংগ্রেসের পর সিপিসি'র কর্মকাণ্ড পর্যালোচনা করে প্রেসিডেন্ট সি বলেন, বিগত ৫ বছরে সংস্কার ও উন্মুক্তকরণ এবং আধুনিক সমাজতান্ত্রিক ব্যবস্থা নির্মাণ কাজে ঐতিহাসিক সাফল্য অর্জিত হয়েছে এবং পার্টি ও দেশ নতুন অধ্যায়ের সূচনা করেছে।

এ প্রসঙ্গে বেশ কয়েকটি দেশের রাজনৈতিক মহল ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ এবং মিডিয়া পৃথক পৃথকভাবে জানায়, পাঁচ বছরের মধ্যে সিপিসির নেতৃত্বে চীনের উন্নয়নে লক্ষ্যণীয় সাফল্য অর্জিত হয়েছে। তাছাড়া, বৈশ্বিক সমস্যার সমাধানে চীনের প্রজ্ঞা ও পরিকল্পনাও উত্থাপন করা হয়। সিপিসি'র নেতৃত্বে অবিচল থাকা এবং চীনের সঙ্গে সঙ্গতিপূর্ণ পথে চলা হলো চীনের বিশাল সাফল্য অর্জনের গুরুত্বপূর্ণ বিষয় এবং ভবিষ্যতে চীনের সামনে এগিয়ে যাওয়ার সঠিক দিক।

ভারতের কমিউনিস্ট পার্টির সম্পাদক সিতারাম ইয়াচুরি বলেন, চীনের নেতারা সময়মতো উন্নয়নের কৌশল সুবিন্যাস্ত করেন এবং তাদের নেতৃত্বে দেশের অর্থনীতির প্রবৃদ্ধির এই লক্ষ্য বাস্তবায়িত হয়েছে। যা এক মহান সাফল্য।

দারিদ্র বিমোচন এবং নগরায়নের ক্ষেত্রে চীনের অর্জিত লক্ষ্যণীয় সাফল্য মিশরের সাবেক প্রধানমন্ত্রী এসাম শারাফের মনে গভীর ছাপ ফেলেছে। এগুলো তাঁর চোখে চীনা স্বপ্নের প্রধান বিষয় বলে শারাফ মনে করেন। দারিদ্র বিমোচন এবং নগরায়নের দ্রুত গতিতে প্রফলিত হয় যে, চীনের অর্থনৈতিক উন্নয়ন হলো ভারসাম্যমূলক এবং জণকল্যাণকর।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040