ইরাকি বাহিনীর কিরকুক পুনরুদ্ধার অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড অংশ নেয় নি
  2017-10-18 20:38:10  cri

অক্টোবর ১৮: ইরানের সর্বোচ্চ নেতার ঊর্ধ্বতন উপদেষ্টা, নীতি নির্ধারণী পরিষদের সদস্য আলি আকবর বেলায়েতি গতকাল (মঙ্গলবার) বলেছেন, সম্প্রতি ইরাকের সরকারি বাহিনীর কুর্দিশ স্থানীয় সশস্ত্রদের নিয়ন্ত্রিত কিরকুক পুনরুদ্ধার অভিযানে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড অংশ নেয় নি।

এ দিন ফ্রান্সের সিরিয়া বিষয়ক বিশেষ দূতের সঙ্গে সাক্ষাত্ করার সময় বেলায়েতি এ কথা বলেন। তিনি বলেন, ইরাকের কুর্দিশ অঞ্চলের অধিকাংশ জনগণ অঞ্চলটির স্থানীয় সরকারের স্বাধীনতা অন্বেষণের বিরোধিতা করেন। দেখা গেছে, ইরাকি বাহিনী কোনো বাধা না পেয়েই কিরকুক পুনরুদ্ধার করে।

জানা গেছে, ইরাকের সরকারি বাহিনী এ মাসের ১৬ তারিখে সার্বিকভাবে কিরকুক প্রদেশের রাজধানী কিরকুক শহর পুনরুদ্ধার করে এবং শহরটির প্রধান স্থাপনা ও তেলক্ষেত্র নিয়ন্ত্রণে নিয়ে নেয়। কুর্দিশ স্থানীয় সরকারের অধিনস্থ সশস্ত্ররা বাধ্য হয়ে প্রদেশটি থেকে সরে যায়। (ইয়ু/টুটুল)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040