অক্টোবর ১৮: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস আজ (বুধবার) বেইজিংয়ে শুরু হয়েছে। সি চিন পিং অষ্টাদশ জাতীয় কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি পুরো পার্টিকে শুরুর কথা ভুলে না গিয়ে সবসময় কর্তব্য মনে রেখে সার্বিক সচ্ছল সমাজ প্রতিষ্ঠা এবং সার্বিকভাবে সমাজতান্ত্রিক আধুনিকায়ন দেশ নির্মাণে নতুন যাত্রা শুরু করার দাবি জানিয়েছেন।
সি চিন পিং সারা দেশের ৮ কোটি ৯০ লাখেরও বেশি সদস্যের প্রতিনিধিত্বকারী ঊনবিংশ জাতীয় কংগ্রেসের ২৩০০ জনেরও বেশি প্রতিনিধিদের বলেন, সিপিসি'র সদস্যদের শুরুর কথা আর কর্তব্য হচ্ছে চীনা জনগণের সুখ অর্জনের জন্য প্রয়াস করা, চীনা জাতির পুনরুত্থানের জন্য প্রচেষ্টা চালানো। দীর্ঘকাল প্রচেষ্টা চালানোর পর চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে। এটা হচ্ছে চীনের উন্নয়নের নতুন ঐতিহাসিক অবস্থান।
তিনি জোর দিয়ে বলেন, চীনা জাতির মহান পুনরুত্থান বাস্তবায়ন হচ্ছে নতুন যুগে সিপিসি'র ঐতিহাসিক কর্তব্য। এর ফলে সিপিসি ও চীনা জনগণ দীর্ঘকাল ধরে সিপিসি'র অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর গঠিত নতুন যুগে চীনা বৈশিষ্ট্যসম্পন্ন সমাজতান্ত্রিক মতাদর্শ আর মৌলিক নীতি অনুসরণ এবং বিকাশ করবে, ২০২০ সাল নাগাদ সর্বক্ষেত্রে সচ্ছল সমাজ গড়ে তুলবে, ২০৩৫ সালে মোটামুটি সমাজতান্ত্রিক আধুনিকায়ন বাস্তবায়ন করবে, এ শতাব্দীর মাঝামাঝি সময় একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, সুষম ও সুন্দর সমাজতান্ত্রিক আধুনিকীকরণের শক্তিশালী দেশ গড়ে তুলবে।
সাত দিনব্যাপী সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে অষ্টাদশ কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের কার্যবিবরণী পর্যালোচনা করা ছাড়া পার্টির গঠনতন্ত্রের সংশোধনী বিল পর্যালোচনা করা হবে এবং নতুন কেন্দ্রীয় কমিটি ও কেন্দ্রীয় শৃঙ্খলা তদারক কমিশনের সদস্য নির্বাচিত হবে। (ইয়ু/টুটুল/রুবি)