দরিদ্রতার মূল সমস্যা সমাধানের আহ্বান জাতিসংঘ মহাসচিবের
  2017-10-18 15:46:54  cri
অক্টোবর ১৮: দরিদ্রতার মূল সমস্যা সমাধান করে যত তাড়াতাড়ি সম্ভব দারিদ্র্য বিমোচনের লক্ষ্য বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস। গতকাল (মঙ্গলবার) আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষ্যে এক ভাষণে এ আহ্বান জানান তিনি।

গুতেরহিস বলেন, 'এজেন্ডা ২০৩০'-র টেকসই উন্নয়নের কার্যতালিকার প্রথম লক্ষ্য হচ্ছে নানা ধরনের তীব্র দারিদ্র্য বিমোচন করা। আন্তর্জাতিক সমাজের যৌথ বৈঠকে পৌঁছানো এ কার্যতালিকার লক্ষ্য হচ্ছে একটি স্বাস্থ্যকর পৃথিবী রক্ষা এবং শান্তিপূর্ণ ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা করা, যাতে সকল মানুষ সুন্দর জীবন-যাপন করতে সক্ষম হয়।

গুতেরহিস আরও বলেন, দারিদ্র্য বিমোচনের প্রক্রিয়ায় দরিদ্রদের চিন্তাধারা ও মতামত শ্রবণ করার পাশাপাশি তাদের সঙ্গে যৌথ অভিযান চালানো উচিত।

আন্তর্জাতিক সমাজ দারিদ্র্য বিমোচনে অগ্রগতি অর্জন করলেও সারা বিশ্বে আরও ৮০ কোটি লোক চরম দারিদ্র্যে ভুগছে। আরও বেশি লোক কর্মচ্যুত, সমতাহীন ও সংঘাতের শিকার হচ্ছে। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040