চীনা জাতির পুনরুত্থান নতুন যুগে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির ঐতিহাসিক দায়িত্ব: সি চিন পিং
  2017-10-18 15:31:53  cri
অক্টোবর ১৮: আজ (বুধবার) সকালে বেইজিংয়ে চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে কর্ম-প্রতিবেদন পেশ করার সময় সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং বলেন, চীনা জাতির পুনরুত্থান নতুন যুগে সিপিসি'র কেন্দ্রীয় কমিটির ঐতিহাসিক দায়িত্ব ও মহাস্বপ্ন। এ জন্য মহাবিপ্লব, মহাপ্রকল্প নির্মাণ ও মহাদায়িত্ব বেগবান করতে হবে।

সি চিন পিং গত দশ বছরে চীন যেসব সমস্যা ও সংকট মোকাবিলা করেছে সেসবসহ সিপিসি প্রতিষ্ঠার ৯৬ বছরের পরিশ্রমের প্রক্রিয়া ফিরিয়ে দেখেন। তিনি বলেন, চীনা জাতির পুনরুত্থান বর্তমানে চীনা জাতির সর্বোচ্চ স্বপ্ন।

তিনি বলেন, যে কোনো নেতিবাচক ধারণা ও অলসতা এবং বিতর্ক এড়ানোর কর্মকাণ্ড ও চিন্তাধারা ভুল। সিপিসি'র মহাপ্রকল্প নির্মাণ বেগবান করতে হবে। নিজেকে শক্তিশালী হিসেবে তৈরি করার পাশাপাশি বিতর্ক ও সমস্যার সম্মুখীন হতে সাহসী হতে হবে। এছাড়া, চীনা বৈশিষ্ট্যময় সমাজতন্ত্রের মহাকর্তব্য বেগবানের পাশাপাশি সমাজতন্ত্রের পথ, তত্ত্ব, ব্যবস্থা ও সংস্কৃতির প্রতি আত্মবিশ্বাস বাড়াতে হবে বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট সি। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040