কর্ম-প্রতিবেদনে সি চিন পিং সিপিসি'র অষ্টাদশ কংগ্রেসের পর ধারাবাহিক অগ্রগতির সারসংকলন করেন। তিনি বলেন, চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে, যার মানে চীনা জাতির পুনরুত্থানের উজ্জ্বল সম্ভাবনা আসছে এবং যার ফলে ক্ষুদ্র উন্নয়নশীল দেশগুলোর আধুনিকতার পথে এগোনোর পদ্ধতি সম্প্রসারিত হয়েছে। তা নিজের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি দ্রুত উন্নয়ন সাধন করতে চায়, এমন দেশ ও জাতির জন্য নতুন বাছাই প্রদান করেছে এবং মানবজাতির সমস্যা সমাধানে চীনের মেধা ও প্রস্তাব যুগিয়েছে। (রুবি/টুটুল/ইয়ু)