চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে: সি চিন পিং
  2017-10-18 15:31:10  cri
অক্টোবর ১৮: চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র ঊনবিংশ জাতীয় কংগ্রেস আজ (বুধবার) সকালে বেইজিংয়ে শুরু হয়েছে। কংগ্রেসে কর্ম-প্রতিবেদন পেশ করার সময় সিপিসি'র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং বলেন, দীর্ঘকালীন প্রচেষ্টার পর চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে। এটি চীনের উন্নয়নের নতুন ঐতিহাসিক সন্ধিক্ষণ, যা গণপ্রজাতন্ত্রী চীনের উন্নয়নের ইতিহাস, চীনা জাতির উন্নয়নের ইতিহাস, বিশ্ব সমাজতন্ত্র উন্নয়নের ইতিহাস এবং মানব জাতির উন্নয়নের ইতিহাসে খুব তাত্পর্যপূর্ণ।

কর্ম-প্রতিবেদনে সি চিন পিং সিপিসি'র অষ্টাদশ কংগ্রেসের পর ধারাবাহিক অগ্রগতির সারসংকলন করেন। তিনি বলেন, চীনা বৈশিষ্ট্যের সমাজতন্ত্র নতুন যুগে প্রবেশ করেছে, যার মানে চীনা জাতির পুনরুত্থানের উজ্জ্বল সম্ভাবনা আসছে এবং যার ফলে ক্ষুদ্র উন্নয়নশীল দেশগুলোর আধুনিকতার পথে এগোনোর পদ্ধতি সম্প্রসারিত হয়েছে। তা নিজের স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি দ্রুত উন্নয়ন সাধন করতে চায়, এমন দেশ ও জাতির জন্য নতুন বাছাই প্রদান করেছে এবং মানবজাতির সমস্যা সমাধানে চীনের মেধা ও প্রস্তাব যুগিয়েছে। (রুবি/টুটুল/ইয়ু)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040