সিপিসি'র শাসন ক্ষমতা জোরদার করতে হবে
  2017-10-18 13:54:01  cri
অক্টোবর ১৮: আজ(বুধবার) সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কর্ম প্রতিবেদনে চীনা প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, ১৩০ কোটিরও বেশি লোকসংখ্যার সমাজতান্ত্রিক রাষ্ট্রের নেতৃত্বের দায়িত্ব পালনে চীনের কমিউনিস্ট পার্টিকে শাসন ক্ষমতা সার্বিকভাবে জোরদার করতে হবে। এর মধ্যে রয়েছে লেখাপড়ার দক্ষতা, রাজনৈতিক নেতৃত্বের সামর্থ্য, সংস্কার ও নব্যতাপ্রবর্তন, বিজ্ঞানসম্মত উন্নয়ন, আইনগত প্রশাসন, জনগণকে কেন্দ্র করে কার্যক্রম বাস্তবায়ন আর ঝুঁকি প্রতিরোধে দক্ষতা বৃদ্ধি। ক্ষমতাসীন দল হিসেবে কৌশলগত, নব্যতাপ্রবর্তন, ন্যায় সম্মত,আইনগত প্রশাসন আর মৌলিক চিন্তা চেতনা বহন করতে হবে বলে তিনি জোর দিয়ে বলেছেন।

(সুবর্ণা/মহসিন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040