সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের পর কয়েকটি তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান গঠন করা হবে
  2017-10-18 13:49:35  cri
অক্টোবর ১৮: সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কর্ম প্রতিবেদনে বলা হয়েছে, আইন প্রশাসন, প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, তত্ত্বাবধান আর সামরিক খাতে কয়েকটি তত্ত্বাবধায়ক প্রতিষ্ঠান গঠন করা হবে। এর মধ্যে রয়েছে, সিপিসি'র কেন্দ্রীয় সরকারের আইন নির্ভর করে রাষ্ট্র প্রশাসন নেতৃত্ব দল প্রতিষ্ঠা করা যাতে চীনের আইনগত প্রশাসন জোরদার করা যায়। প্রাকৃতিক পরিবেশ ও সম্পদ প্রশাসন আর তত্ত্বাবধান প্রতিষ্ঠান স্থাপন করা হবে যাতে সার্বিকভাবে প্রাকৃতিক সম্পদের মালিকের দায়িত্ব পালন করা, রাষ্ট্রীয় ভূভাগ প্রয়োগ আর প্রাকৃতিক পরিবেশ পুনরুদ্ধারের দায়িত্ব পালন করা যায়। এর মাধ্যমে শহর ও গ্রামে বিভিন্ন ধরনের দূষণ নির্গমন আর প্রশাসনিক আইন প্রয়োগকারী দায়িত্ব পালন করা যাবে।

(সুবর্ণা/মহসিন/লিলি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040