অক্টোবর ১৮: সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের কর্ম-প্রতিবেদনে বলা হয়েছে, চীনের জাতীয় প্রতিরক্ষা ব্যবস্থা ও বাহিনী বিশ্বের সামরিক ব্যবস্থা উন্নয়নের প্রবণতা এবং দেশের নিরাপত্তা চাহিদার সঙ্গে উপযোগী হওয়া উচিত্। ২০২০ সালে চীনে বাহিনীর আধুনিকায়ন বাস্তাবায়ন হবে, গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হবে এবং কৌশলগত ক্ষমতা বিপুল মাত্রায় বাড়বে।
সামরিক তত্ত্ব, বাহিনীর গঠন, সেনা ও অস্ত্রের আধুনিকায়ন এগিয়ে যাবে। ২০৩৫ সালে প্রতিরক্ষা ও বাহিনীর আধুনিকায়ন বাস্তবায়ন হবে এবং চলতি শতাব্দীর মাঝামাঝিতে বিশ্বে উন্নত একটি সেনাবাহিনী গঠিত হবে বলে উল্লেখ করা হয়।
(শিশির/তৌহিদ/সুবর্ণা)