প্রেসিডেন্ট বলেন, বায়ু, পানি ও ভূমির দূষণ কমিয়ে আনার প্রচেষ্টা জোরদার করা হবে এবং পরিবেশ সংরক্ষণে বৈশ্বিক প্রচেষ্টায় চীনের অংশগ্রহণ বাড়বে। চীন সবুজ অর্থনীতির ওপর জোর দেবে এবং উত্পাদন ও ভোগের ক্ষেত্রে পরিবেশ সুরক্ষার বিষয়টিকে অগ্রাধিকার দেবে।
তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদগুলো রক্ষার ব্যবস্থা জোরদার করা হবে এবং ইতোমধ্যে যেসব প্রাকৃতিক সম্পদের ক্ষতি হয়েছে সেগুলো পুষিয়ে নেওয়ার কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। এ লক্ষ্যে জাতীয় প্রাকৃতিক সম্পদ ও সম্পত্তি ব্যবস্থাপনা ও তদারকি সংস্থাও প্রতিষ্ঠা করা হবে। পাশাপাশি জাতীয় পার্কসহ প্রাকৃতিক ভূমি সংরক্ষণ ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে বলেও জানান চীনের প্রেসিডেন্ট। (লেলিন/আলিম/সুবর্ণা)