চীন কখনও আধিপত্যবাদী হবে না এবং সম্প্রসারণ করবে না
  2017-10-18 13:48:42  cri
অক্টোবর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সিপিসি'র ঊনবিংশ জাতীয় কংগ্রেসের উদ্বোধন অনুষ্ঠানে প্রতিবেদন উপস্থাপনকালে বলেন, নতুন যুগে প্রবেশ করা চীন দৃঢ়ভাবে স্বাধীন ও শান্তিপূর্ণ পররাষ্ট্র নীতি অনুসরণ করে। অন্য দেশের জনগণের স্বাধীনভাবে নিজ উন্নয়নের পথ বেছে নেওয়ার অধিকার সম্মান করে। আন্তর্জাতিক ন্যায্যতা সুরক্ষা করে এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করে।

প্রতিবেদনে বলা হয়, চীন কখনই অন্য দেশের স্বার্থ নষ্ট করার বিনিময়ে নিজের উন্নয়ন বাস্তবায়ন করবে না। সঙ্গে সঙ্গে চীন নিজের যুক্তিসঙ্গত স্বার্থ কখনও পরিত্যাগ করবে না। চীন আত্মরক্ষামূলক প্রতিরক্ষা নীতি পালন করে থাকে। সি বলেন, অন্য দেশের জন্য চীনের উন্নয়ন কখনই হুমকি হবে না। চীনের যতই উন্নয়ন হোক, কখনও আধিপত্যবাদী হবে না।

(লিলি/মহসীন)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040