বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে প্রচেষ্টা অব্যাহত রাখা হবে: সি চিন পিং
অক্টোবর ১৮: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বলেছেন, দেশের বেসরকারি প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে বরাবরের মতোই চেষ্টা চালিয়ে যাবে সরকার। তিনি আজ (বুধবার) বেইজিংয়ে সিপিসি’র ঊনবিংশ জাতীয় কংগ্রেসে উপস্থাপিত কর্ম-প্রতিবেদনে এ কথা বলেন।
প্রেসিডেন্ট বলেন, বাজার অর্থনীতি-বিরোধী যেসব নীতি বিদ্যমান আছে, সেগুলো ধীরে ধীরে বাতিল করা হবে; বাজারের চালিকাশক্তি বাড়ানো হবে; সব ধরনের মনোপলি প্রতিরোধ করা হবে; এবং পরিসেবা খাতের সীমাবদ্ধতাগুলো দূর করা হবে। চীনা বাজারে বিভিন্ন পণ্য প্রবেশের পথে যে-সব বাধা এখনও রয়ে গেছে, সেগুলোও পর্যায়ক্রমে দূর করার ব্যবস্থা করা হবে বলেও তিনি উল্লেখ করেন। (তুহিনা/আলিম/সুবর্ণা)